|
---|
নিজস্ব প্রতিবেদক, নতুন গতি, নদীয়া; গভীর রাতে কালী ঠাকুরের লক্ষাধিক টাকার গহনা চুরির ঘটনায় চাঞ্চল্য এলাকায়। ঘটনাটি শান্তিপুর থানার ফলিয়া কলোনি বাজার এলাকায়। সূত্রে খবর ফুলিয়ার কলোনি বাজার এলাকায় কালী মায়ের মন্দিরের কালি মূর্তির গায়ের থেকে সোনার টায়রা, টিকলি, টিপ, সহ একাধিক গহনা চুরি হয়ে যায়। এর আগেও এই কালীমূর্তির গহনা চুরি হওয়ার ঘটনা ঘটেছে। গতকাল একইভাবে আবার চুরি হয়ে যায় প্রায় লক্ষাধিক টাকার গহনা। এই চুরির ঘটনায় এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে কালী মন্দির কর্তৃপক্ষ। পুলিশ ঘটনাস্থলে এসে বিষয়টি খতিয়ে দেখে ও কে বা কারা এই চুরির ঘটনার সাথে যুক্ত তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।