ইলেকট্রিক শক দিয়ে মাছ ধরতে গিয়ে মৃত্যু যুবকের

ধুপগুড়ি: ইলেকট্রিক শক দিয়ে মাছ ধরতে গিয়ে শক খেয়ে মৃত্যু হলো এক মধ্যবয়সী যুবকের। ঘটনাটি ঘটেছে মধ্য খট্টিমারি এলাকায়।

    বুধবার ধুপগুড়ি ব্লকের ভাণ্ডার কুরা গ্রামের বাসিন্দা সুবল রায় , বয়স ৩৮ এর যুবক স্থানীয় নানাই নদীতে ইলেকট্রিক শক দিয়ে মাছ ধরতে যায়। তার সঙ্গে আরো কয়েকজন ব্যক্তি ছিল বলে সূত্রের খবর। দীর্ঘক্ষন মাছ ধরার পর হঠাৎ ওই ইলেকট্রিক দেওয়া তারের সঙ্গে শরীরের স্পর্শ লাগায় আচমকাই বিদ্যুৎপৃষ্ট হয়ে নদীতে লুটিয়ে পড়ে ওই যুবক। স্থানীয় বাসিন্দারা গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে ধুপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করে।নদীতে ইলেকট্রিক শক দিয়ে মাছ ধরা নিষিদ্ধ রয়েছে। তারপরও এক শ্রেণীর মানুষ লোভে পড়ে এই ঝুঁকিপূর্ণ কাজ করে। নদীতে ইলেকট্রিক দিয়ে মাছ ধরার ফলে নদীর ভারসাম্য নষ্ট হয়। ছোট ছোট মাছের মৃত্যু ঘটে ,এতে জলের পরিবেশের তারতম্য দেখা দেয়। এই সমস্ত বিষয় গুলো নজরদারি চালানোর জন্য প্রশাসনকে অনুরোধ জানিয়েছে এলাকার বাসিন্দারা।