বীরভূম জেলায় জয়জয়কার মাধ্যমিক ফলাফলে

 

    নতুন গতি ওয়েব ডেস্ক:
    মাধ্যমিকে জয়জয়কার বীরভূম জেলায় স্কুলের। চতুর্থ স্থান অধিকার করে সকলকে তাক লাগিয়ে দিল বীরভূম জেলায় স্কুলের ছাত্র অগ্নিভ সাহা। তার প্রাপ্ত নম্বর ৬৮৯।
    বীরভূম জেলা স্কুল থেকে ষষ্ঠ হয়েছে দুজন অর্চিষ্মান সাহা, তার প্রাপ্ত নম্বর ৬৮৭ ও রাজিবুল ইসলাম, তার প্রাপ্ত নম্বর ৬৮৭।
    আরও পড়ুনঃ মহিলা পড়ুয়াদের মধ্যে প্রথম পূর্ব মেদিনীপুরের দেবস্মিতা
    অন্যদিকে রামপুরহাট জে এল বিদ্যাভবন থেকে সপ্তম স্থান অধিকার করেছে শুভদীপ চন্দ্র। তার প্রাপ্ত নম্বর ৬৮৬।