|
---|
নিজস্ব সংবাদদাতা : এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল হাজিচক গ্রামের ভগ্নপ্রায় সেতুটি নির্মাণ করার। বারবার প্রশাসনকে জানিয়েছে কোনো লাভ হয় নি গ্রামের সাধারণ মানুষের। অবশেষে পশ্চিমবঙ্গ গ্রাম সড়ক যোজনায় ৯ কোটি টাকা ৯০লক্ষ টাকা বরাদ্দ হয়েছে পুনঃনির্মাণের জন্য। আর তাতেই খুশি এলাকা বাসীরা।
কেশপুর ব্লকের আকন্দি বটতলা থেকে কুমারী মধ্যে হাজিচক গ্রামের মধ্যে পড়ে এই সেতুটি। পারাং নদীর ওপর এই সেতুটি হাজীচক, কুতোবিচক, আন্দিচক, রসুনচক, টাবাগেরিয়া সহ ৭০ থেকে ৮০টি গ্রামের বাসিন্দাদের প্রধান ভরসা। সেতুটি বেহাল অবস্থা থাকায় ফিবছর বন্যার সময় প্রচুর সমস্যায় পড়ে এলাকাবাসী। কেশপুর বিধায়ক তথা পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী শিউলি সাহার উদ্যোগে দীর্ঘদিন পর অর্থ বরাদ্দ হলো সেতুটি পুনর্নির্মানের জন্য। শিউলি সাহা বলেন, এলাকাবাসী দীর্ঘদিনের দাবি ছিল এই সেতুটি নির্মাণ করার জন্য। তাদের দাবি মেনেই এই সেতু টি নির্মাণ করার জন্য উদ্যোগ নেয়া হয়েছিল । অবশেষে অর্থ বরাদ্দ হয়েছে এবং টেন্ডারও পাশ হয়ে গেছে। স্থানীয় বাসিন্দা গোরা চাঁদ মণ্ডল বলেন, দীর্ঘদিন পর সরকারের অর্থ ঘোষণা হওয়ায় এলাকায় সাধারণ মানুষের মধ্যে হাসি ফুটেছে। পোলটি দিয়ে প্রায় দুই থেকে তিনটি অঞ্চলের মানুষ পারাপার করেন প্রতিদিন। নিত্যদিনের যাতায়াতে অনেকটাই অসুবিধা হতো । এই সেতু দিয়ে নিত্যযাত্রী শিক্ষক তরুণ করণ বলেন, বর্ষাকালে এই রাস্তা দিয়ে যাতায়াত করতে প্রচুর সমস্যা হতো। ব্রিজটি পুনঃনির্মাণ হবে এই খবর পেয়ে খুশি হয়েছি। এলাকাবাসীর সমস্যা, আশা করি মিটে যাবে এবার।