অনেক হট্টগোলের মধ্য দিয়েই নাগরিক সংশোধনী বিল পেশ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লোকসভায়।

অনেক হট্টগোলের মধ্য দিয়েই নাগরিক সংশোধনী বিল পেশ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লোকসভায়।

    নতুন গতি , ওয়েব ডেস্ক: আজ লোকসভায় নাগরিক সংশোধনী বিল পেশ করার কথা ছিল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। কিন্তু প্রথম থেকেই একটা হট্টগোল চলছিল লোকসভায় তার মধ্যেই অমিত শাহ পেশ করলেন নাগরিক সংশোধনী বিল।
    যদি প্রথম থেকেই লোকসভার বিরোধী দলনেতা অধীর রঞ্জন চৌধুরী এর তীব্র বিরোধিতা করেন তিনি বলেন একটা ধর্মকে টার্গেট করা হচ্ছে। ধর্মের ভিত্তিতে কাউকে নাগরিকত্ব দেয়া যায় না। আমরা ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে বাস করি।

    সাংসদ ব্যারিস্টার আসাউদ্দিন অমিত শাহ কে হিটলারের সঙ্গে তুলনা করেন।

    স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন কোন ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব দেয়া হচ্ছে না। আর কোন ধর্মকে টার্গেট করা হচ্ছে না।
    আজ বিলের পক্ষে ২৯৩ ও বিপক্ষে ৮২ ভোট পড়ে। মোট ভোট পড়ে ৩৭৫ টি।