মৎস দফতরের উদ্যোগে সাইকেল সহ ইন্সুলেটেড বক্স প্রদান ময়নাগুড়িতে

ময়নাগুড়ি, ১০ ডিসেম্বর : ময়নাগুড়ি ব্লকের মৎস সম্প্রসারণ বিভাগের উদ্যোগে তুলে দেওয়া হলো সাইকেল ও ইন্সুলেটেড বক্স। শুক্রবার ময়নাগুড়ির বিডিও অফিসে এদিন এই সাইকেল প্রদান করা হয়। জানা গেছে, যে সমস্ত মৎস ব্যবসায়ী মাছের পোনা নিয়ে বিভিন্ন এলাকায় গিয়ে বিক্রি করেন তাদের উদ্দেশ্যেই এই সাইকেল এবং ইন্সুলেটেড বক্স। এই বক্সের ফলে মাছের পোনা নষ্ট হবে না এবং দীর্ঘক্ষণ মাছ ঠিক থাকবে। এই কারনেই এদিন ময়নাগুড়ির মৎস সম্প্রসারণ বিভাগের উদ্যোগে ১৬ জনকে এই সাইকেল এবং বক্স তুলে দেওয়া হয়। এদিনের এই সাইকেল প্রদান অনুষ্ঠানে হাজির ছিলেন জেলা পরিষদের সভাধিপতি উত্তরা বর্মন, ময়নাগুড়ির বিডিও শুভ্র নন্দী, ময়নাগুড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি শিবম রায় বসুনিয়া, সহ সভাপতি ঝুলন সান্যাল, সদস্য মনোজ রায়, বিমলেন্দু চৌধুরী, জেলা পরিষদের সদস্য গোবিন্দ রায় সহ প্রমুখরা। এদিন এই মৎস ব্যবসায়ীদের হাতে সাইকেল এবং ইন্সুলেটেড বক্স তুলে দেন উত্তরা বর্মন।

    এই বিষয়ে জেলা সভাধিপতি উত্তরা বর্মন বলেন, ” ১৬ জন মৎস ব্যবসায়িদের হাতে সাইকেল তুলে দেওয়া হলো ময়নাগুড়ি ব্লক মৎস সম্প্রসারণ বিভাগ থেকে।”ময়নাগুড়ি ব্লক মৎস সম্প্রসারণ আধিকারিক প্রদীপ রায় বলেন, ” ময়নাগুড়ির যে সমস্ত মৎস ব্যবসায়িরা আছেন যারা মূলত মাছের পোনা বিক্রি করেন এরকম ১৬ জনকে সাইকেল এবং ইন্সুলেটেড বক্স তুলে দেওয়া হলো। এর পাশাপাশি আগামী দুয়ারে সরকার ক্যাম্পে মৎস চাষিদের ক্রেডিট কার্ড দেওয়া হবে সেই বিষয়ে একটি ক্যাম্প আজ করা হলো।”