|
---|
নিজস্ব সংবাদদাতা, বোলপুর: বীরভূম ডিষ্ট্রিক লিগ্যাল সার্ভিসেস অথরিটির উদ্যোগে মানবাধিকার দিবস পালন করা হয় বোলপুরে। শুক্রবার বোলপুরের সাধারন মানুষ ও একাধিক স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিদের নিয়ে এই মানবাধিকার দিবস পালন করা হয়।
বীরভূম ডিষ্ট্রিক লিগ্যাল সার্ভিসেস অথরিটি মানুষের মানবাধিকার ফিরিয়ে দিতে সারা বছর সমান ভাবে কাজ করে থাকে। মানুষ তার ন্যায় অধিকার পেতে কি করনীয় বা কোথায় কিভাবে আবেদন করতে হয় সে সব বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আইনী কোন সমস্যা হলে কি ভাবে বিনামূল্যে আইনী সহায়তা পাওয়া যাবে, কোন সরকারী পরিষেবা থেকে বঞ্চিত হলে কিভাবে সেই বঞ্চনা থেকে মুক্তি পাবে সেই সব বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এদিন উপস্হিত ছিলেন ডিষ্ট্রিক লিগ্যাল সার্ভিসেস অথরিটির আইনী সহায়ক মহিউদ্দীন আহমেদ, সমাজকর্মী সুজন ভট্টাচার্য, পিংকী জৈন সহ অনান্য বিশিষ্ট ব্যাক্তিরা।