মানুষের সেবায় প্রেমানন্দ লেপ্রোসি মিশন মানিকতা

বাবলু হাসান লস্কর : সদা সচেষ্ট মানিকতলা প্রেমানন্দ মেমোরিয়াল লেপ্রোসি হাসপাতাল এর কর্ণধার মাক্স মলয় আমরোস ও তার টিম। বিশেষ চাহিদা সম্পন্ন ব্যাক্তিদের সহযোগিতা প্রদান, ফ্রি মেডিকেল ক্যাম্প, করোনা ভ্যাকসিন প্রদান, প্রাকৃতিক বিপর্যয় ক্ষতিগ্রস্ত পরিবারদের সব ধরনের সহযোগিতা প্রদান, গৃহ নির্মাণের সমস্ত ব্যবস্থা গ্রহণ করা। গত দু’বছরে পঞাশ হাজারের কাছাকাছি পরিবারের সহযোগিতা করেছেন। এই মুহুর্তে স্বাস্থ্য সাথীর কার্ডের মাধ্যমে চিকিৎসার সুব্যবস্থা সহ চক্ষু অপারেশন চশমা প্রদান। একাধিক পরিষেবা কয়েক দশক ধরে চালিয়ে যাচ্ছেন তারা। তাদের কথায় আমরা সবাই এই সমস্ত ব্যক্তিদের একটু সহযোগিতা করলে ওরা প্রতিবন্ধকতা ভূলে সাধারণ মানুষের মতো যে কোন প্রতিযোগিতায় অংশ নিতে পারে। ইতিমধ্যে আমাদের সকলের জানা, প্রতিবন্ধী মাসুদুর রহমানের কথা। ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে আমাদের মুখ উজ্জ্বল করে ছিল। বিশেষ করে প্রতিবন্ধীরা পরিবারের সদস্যদের কাছে বোঝা সরূপ। আমরা সকলে সহযোগিতা হাত বাড়িয়ে দিলে ওরা সব রকমের কাজে ঝাঁপিয়ে পড়তে পারে। কোলকাতা প্রেমানন্দ ল্যাপ্রসী মিশনের উদ্যেগে বিশেষ চাহিদা সম্পন্ন প্রতিবন্ধী ব্যক্তিদের সহযোগিতা করা হল তাদের সেবা প্রাঙ্গণে। কয়েক শত প্রতিবন্ধী ব্যক্তিদের ট্রাইসাইকেল, হুইল চেয়ার, ক্রেচ্যার সহ একাধিক পরিষেবা প্রদান করা হয়। হাসপাতালের কর্ণধার মাক্স মলয় আমরোস সর্বদা অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে চলেছেন ।