|
---|
সেখ সামসদ্দিন, ১২ ডিসেম্বর : মেমারি থানার পুলিশের হাতে গ্রেপ্তার তিন বেআইনি মদ বিক্রেতা। মেমারি থানার মেমারি নুদিপুর বাসস্ট্যান্ড থেকে ভোরের দিকে বেআইনি মদ বিক্রি ও মজুদ রাখার অভিযোগে গ্রেপ্তার হয় ৩ জন। নুদিপুর বাসস্টপ থেকে তাদের গ্রেপ্তার করা হয়। ধৃত ব্যক্তিদের পরিচয়- মেমারির বেনাপুরের সাগর মালিক, মেমারির উলারা গড়ের বাগান এলাকার গোলক হেমরম ও অশোক হেমরম। পুলিশ সূত্রে জানা যায় তারা বেআইনি মদ বিক্রি করছিল, তাদের কাছ থেকে পাওয়া গেছে ১২০ লিটার বেআইনি মদ। গোপন সূত্রে খবর পেয়ে মেমারি থানার পুলিশ তাদের হাতেনাতে ধরে ফেলে। আজ নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে বর্ধমান আদালতে পাঠানো হয়।একইসাথে ওভারলোডিং করে যাওয়ার সময় মেমারির নদীপুরে ধরা পড়া চালকদেরও আদালতে পাঠানো হয়। ঐ নুদিপুর মোড় থেকেই মেমারি থানা পুলিশের পক্ষ থেকে চলছিল নাকা চেকিং, সেই নাকা চেকিং চলাকালীন তিনটি ওভারলোডিং ট্রাককে ধরে মেমারি থানার পুলিশ। তাদের পরিচয় বারুইপুরের মুন্না মোল্লা, গলসির মনিরুল হক চৌধুরী, পুরসার শেখ রবিউল, ও খণ্ডঘোষের রাঘবদাস, এই চার জন ব্যক্তি শুক্রবার ভোররাতে ওভারলোড করে গাড়ি নিয়ে যাওয়ার সময় -মেমারি নুদীপুরে মেমারি থানা পুলিশের নাকা চেকিংয়ে ধরা পড়ে ও তাদের গ্রেপ্তার করে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয় ও বর্ধমান আদালতে পাঠানো হয়।