|
---|
নতুন গতি নিউজ ডেস্ক: বড় সাফল্য সিবিআইয়ের! পিএনবি কেলেঙ্কারির ও ঋণখেলাপি মামলায় অভিযুক্ত নীরব মোদির ঘনিষ্ঠ সুভাষ পরবকে মিশর থেকে দেশে ফেরালো সিবিআই।
সিবিআইয়ের বক্তব্য “পিএনবি কেলেঙ্কারির কোটি কোটি টাকা তছরুপের মূল সাক্ষী সুভাষ। তার প্রত্যর্পণ আগামী দিনে নীরবকে দেশে ফেরানোর পথে বড়সড় পদক্ষেপ হতে পারে।”
পিএনবি-সহ ভারতের একাধিক ব্যাংকে জালিয়াতির পর দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিলেন নীরব মোদি। তারপরই দেশ ছাড়ে সুভাষ। ২০১৯ সালের ১৪ মার্চ লন্ডনের একটি ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে গিয়ে গ্রেপ্তার হন নীরব মোদি কিন্তু এখনও তাঁকে দেশে ফেরানো যায়নি।