|
---|
নিজস্ব প্রতিবেদক:- বাসন্তী পুজোর (Basanti Puja) সপ্তমীর রাতে খুন (Murder) হলেন এক যুবক। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর (Uttar Dinajpur) জেলা সদর রায়গঞ্জের (Raiganj) কর্ণজোড়া পুলিশ ফাঁড়ির ছত্রপুর এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান রায়গঞ্জ পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার অর্শ বর্মা সহ বিশাল পুলিশবাহিনী।পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম অনুকূল দেবনাথ (২৫)। ওই যুবককে মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করে খুন করা হয়েছে বলে পুলিশের প্রাথমিক অনুমান। এই খুনের ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে দু’জন সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ। এই ঘটনার তদন্ত শুরু করেছে কর্ণজোড়া পুলিশ ফাঁড়ির পুলিশ।স্থানীয় পঞ্চায়েত জনপ্রতিনিধি সুমন দেবনাথ জানিয়েছেন, ‘কর্ণজোড়া পুলিশ ফাঁড়ির অন্তর্গত ছত্রপুর এলাকায় বাসন্তী পুজো চলছিল। আমরা সবাই পুজোর ওখানেই ছিলাম। হঠাৎ শুনতে পাই, পাশেই একটি বাড়ি আছে যেখানে দেশী মদ বিক্রি হত, সেখানে একটি ছেলে পড়ে আছে। আমি ছুটে গিয়ে দেখতে পাই, ওই যুবকের মাথা থেঁতলে দেওয়া হয়েছে। এরপরেই আমি পুলিশ প্রশাসনকে খবর দিই।’ঘটনাস্থলে ছুটে যায় কর্নজোড়া পুলিশ ফাঁড়ির পুলিশ। এই ঘটনার সঠিক তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি।