|
---|
সেখ রিয়াজ উদ্দিন বীরভূম: বীরভূম জেলার খয়রাশোল ব্লকের লোকপুর নীচু বাসস্ট্যান্ডে অবস্থিত প্রতীক্ষালয়টি দীর্ঘ দিন ধরে সংস্কারের অভাবে জরাজীর্ণ কঙ্কালসার চেহারা এবং সম্মুখে অচলাবস্থায় পানঘুমটি সহ ইট বালি রেখে একপ্রকার জতুগৃহে পরিনত হয়েছিল, যারফলে সাপ,বিছে সহ বিভিন্ন ধরনের জীবজন্তুর উপদ্রব বাড়ে, সেই সাথে ছাদের চাঙড় পড়ার দৃশ্য ও দেখা যায়। এজন্য বাসযাত্রী সহ বিভিন্ন কাজে আগত প্রতিক্ষায় দাঁড়িয়ে থাকা ব্যাক্তিরা প্রতিক্ষালয়ে না থেকে কোন দোকানের আশেপাশে না হয় খোলা আকাশের নিচে। খবরের সাক্ষাৎকারে স্থানীয় লোকপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান টুকুরানী মন্ডল সহ খয়রাশোল পঞ্চায়েত সমিতির সদস্য দেবদাস নন্দী প্রতিক্ষালয়টি দ্রুত সংস্কারের প্রতিশ্রুতি দেন। সেই মোতাবেক দেখা যায় দেড়লাখ টাকার বিনিময়ে টাইলস সজ্জিত হয়ে সংস্কারের কাজ চলছে, এবং সম্মুখে পানঘুমটি,ইট সরিয়ে পরিস্কার করে চাতাল তৈরীর ও কাজ চলছে। প্রতিশ্রুতি দিয়ে দ্রুত সংস্কার হবার জন্য এক সাক্ষাৎকারে খয়রাশোল পঞ্চায়েত সমিতির সদস্য দেবদাস নন্দী যেমন আনন্দ ব্যক্ত করেন। অন্যদিকে তেমনি প্রতীক্ষালয়
সংস্কারে আলিয়ট গ্রামের একদা বাস কন্ডাক্টর সফিক খান, খন্নি গ্রামের জহুর খান,লোকপুরের বাসিন্দা দীপক শীল,উত্তম বাউরি প্রমুখ উপস্থিত সকলে একবাক্যে স্থানীয় প্রধান সহ তৃনমূল জেলা সভাপতি অনুব্রত মন্ডলের ও প্রশংসা করেন।