|
---|
নিজস্ব প্রতিবেদক:- রাম নবমীর মিছিলকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়াল বাঁকুড়া শহরের মাচানতলায়। পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়ার অভিযোগ মিছিলে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে। পালটা আক্রান্ত হওয়ার অভিযোগ করেছেন স্থানীয় সাংসদ তথা কেন্দ্রী প্রতিমন্ত্রী সুভাষ সরকার। বহু চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।রবিবার সন্ধ্যায় বাঁকুড়া শহরে বেরোয় রাম নবমীর মিছিল। মিছিল যাওয়ার কথা ছিল মাচানতলায়। কিন্ত তার আগে পেট্রোল পাম্প মোড়ের কাছে ব্যারিকেড করে পুলিশ। মিছিল সেখানে পৌঁছতেই উত্তেজনা ছড়ায়। অভিযোগ, মিছিল থেকে পুলিশকর্মীদের লক্ষ্য করে ইট ছোড়া হয়। পালটা লাঠি চালায় পুলিশ। এতে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। এর পর কাঁদানে গ্যাস ছুড়ে মিছিলে অংশগ্রহণকারীদের ছত্রভঙ্গ করে পুলিশ।মিছিলে ছিলেন বাঁকুড়ার সাংসদ সুভাষ সরকার। তিনি বলেন, মিছিলে তৃণমূলের লোক ঢুকে গোলমাল পাকিয়েছে। আমার গাড়িতেও ইট পড়েছে। আমাদের কর্মীরা আমার গাড়িতেই ইট মারবে কেন? ওদিকে মিছিল থেকে উড়ে আসা ইটে ২ জন পুলিশকর্মী আহত হয়েছেন বলে জানা গিয়েছে।