ইসলাম প্রচারক মাওলানা কালীম সিদ্দিকীকে গ্রেফতার, সরকারী নির্যাতনের আরেকটি জঘন্য উদাহরণ ” অল ইন্ডিয়া ইমামস্ কাউন্সিল

নতুন গতি, ওয়েব ডেস্ক : উগ্র হিন্দুত্ববাদীদের দ্বারা পরিচালিত সরকার কর্তৃক ধারাবাহিকভাবে মুসলিম নেতৃত্তের উপর দমন অভিযান, গুরুতর উদ্বেগের বিষয়। ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দের নিরব না থেকে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা সময়ের দাবী। আহমেদ বেগ নাদভী সেপ্টেম্বর 22, 2021, ওখলা, নতুন দিল্লীঅল ইন্ডিয়া ইমামস্ কাউন্সিলের জাতীয় সভাপতি মাওলানা আহমদ বেগ নাদভী, মাওলানা কালীম সিদ্দিকীকে গ্রেফতার পরবর্তী পরিস্থিতিতে তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বলেনঃ UP, ATS এর দ্বারা হঠাৎ করে মাওলানা কালীম সিদ্দিকীকে গ্রেফতার করা অসাংবিধানিক ও চক্রান্তমূলক পদক্ষেপ। তাঁর বিরুদ্ধে ধর্ম পরিবর্তন ও বিদেশী অর্থ আমদানির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। মুসলিম সম্প্রদায় কে চিহ্নিত করে দিনের পর দিন বিভিন্নভাবে নির্যাতনের মাধ্যমে দেশের আইনশৃঙ্খলাকে দুর্বল করবে ও জনগণের মধ্যে অবিশ্বাস তৈরি করবে। ”

    তিনি আরও বলেন: “এটি একটি নিষ্ঠুর পদক্ষেপ ! যার দ্বারা মুসলিম সম্প্রদায় ও তাদের নেতাদের ভয় দেখিয়ে, যাবতীয় কল্যাণমূলক কাজ সহ সমস্ত শান্তিপ্রিয় নাগরিকদের উন্নয়ন কে বন্ধ করার ষড়যন্ত্র করা হচ্ছে।”তিনি আরও বলেন: “মাওলানা কালীম সিদ্দিকীকে, গতকাল ২১ -২২ এর মাঝামাঝি রাতে মিরাট থেকে কোনো কারণ ছাড়াই গ্রেপ্তার করা হয়। তিনি একজন সাধারণ ব্যক্তি নন, তাঁর দেশ-বিদেশে খ্যাতি আছে ও বিভিন্নভাবে দেশের নাম উজ্জ্বল করেছেন সেই সাথে বিভিন্নভাবে দেশ গড়ার কাজে অত্যান্ত গুরুত্বপূর্ণ ভুমিকা পালন কর চলেছেন। দেশের সংবিধানকে সামনে রেখে ইসলামের শান্তির বার্তা সারা দেশে পৌঁছানোর কাজে নিয়োজিত আছেন।তাঁর মর্যাদা ও সন্মান কেবলমাত্র মুসলিমদের মধ্যে সীমাবদ্ধ নয় বরং অন্যান্য সম্প্রদায়ের মধ্যে ও ছড়িয়ে আছে। এমন এক গুরুত্বপূর্ণ বাক্তিকে রাস্তা থেকে গ্রেফতার করা চরম অপরাধ ও ঘৃণ্য ষড়যন্ত্র, যার পেছনে সংঘ পরিবারের চক্রান্ত কাজ করছে ।

    তাই মাওলানা কালীম সিদ্দিকীকে অবিলম্বে মুক্তি দিতে হবে। সেই সাথে সম্পূর্ন বেআইনি ও অন্যায়ভাবে গ্রেফতারের জন্য ইউপি এটিএস কে ক্ষমা চাইতে হবে , এবং ইউপি সরকারকে এটিএসের দোষী কর্মকর্তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করতে হবে ।একই সাথে, দেশের একতা অখণ্ডতা ও ধর্মনিরপেক্ষ আদর্শকে বহাল রাখতে দেশের আদালতকে আইনী পদক্ষেপ গ্রহণ করার অনুরোধ করছে অল ইন্ডিয়া ইমামস্ কাউন্সিল ।

    আদালতের ন্যায় বিচারের উপর দেশের মুসলিম সম্প্রদায় আস্থাশীল, সেই আস্থা অটুট রাখতে দৃঢ় পদক্ষেপ গ্রহণ অত্যাবশ্যক। দেশের সকল জাতীয় সংগঠনের নেতৃবৃন্দ, সমাজকর্মী ও জনগণকে এই ধরনের অপরাধমূলক গ্রেফতারের বিরুদ্ধে যথাসময়ে এগিয়ে আসার আহ্বান জানানো হচ্ছে ও সংঘ পরিবারের সাহায্যের পরিবর্তে সম্মিলিত ভাবে শক্তিশালি কৌশাল অবলম্বন করে গণতান্ত্রিক পদ্ধতিতে আইনি লড়ায়ের জন্য এগিয়ে আসার আহ্বান জানায়।