|
---|
নতুন গতি নিউজ ডেস্ক: পেগাসাস-তদন্তে বিশেষজ্ঞ কমিটি গড়বে সুপ্রিম কোর্ট। আগামী সপ্তাহেই নির্দেশ দিতে পারে শীর্ষ আদালত। আজ এই ইঙ্গিত দিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এন ভি রামানা। তিনি জানিয়েছেন, ‘কয়েকজন বিশেষজ্ঞ ব্যক্তিগত কারণে কমিটিতে থাকতে চান না। সেই কারণেই বিশেষজ্ঞ কমিটি গঠনে বিলম্ব।’
দু’সপ্তাহ ধরে পেগাসাস মামলায় নির্দেশ স্থগিত রেখেছে সুপ্রিম কোর্ট। আজ প্রধান বিচারপতি জানিয়েছেন, নাগরিকদের ওপর গেপাসাস স্পাইঅ্যয়ার ব্যবহার করে নজরদারি চালানো হয়েছে কি না, তার তদন্ত করার জন্য সুপ্রিম কোর্টের নজরদারিতে একটি কমিটি গঠন করার জন্য একাধিক আবেদন জানানো হয়েছে। তদন্তকারী সংস্থাগুলি নজরদারি চালানোর জন্য ইজরায়েলি সফটঅ্যয়ার ব্যবহার করেছে কি না, সে বিষয়ে কেন্দ্রীয় সরকার কোনও মন্তব্য করেনি। সেই কারণেই আদালতের নজরদারিতে তদন্ত কমিটি গঠনের দাবি উঠেছে। এ বিষয়ে আগামী সপ্তাহে নির্দেশ দেওয়া হতে পারে।
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জানিয়েছেন, আদালত পেগাসাস বিতর্কের তদন্তে একটি প্রযুক্তিগত বিশেষজ্ঞ কমিটি গঠন করছে। আগামী সপ্তাহেই এ বিষয়ে স্পষ্ট নির্দেশ দেওয়া হতে পারে।
এর আগে ১৩ সেপ্টেম্বর এই মামলায় রায়দান স্থগিত রাখে সুপ্রিম কোর্ট। সেদিন শীর্ষ আদালত বলেছিল, কেন্দ্রীয় সরকার নাগরিকদের ওপর নজরদারি চালানোর জন্য বেআইনিভাবে পেগাসাস সফটঅ্যয়ার ব্যবহার করেছিল কি না, সেটা জানতে চায়। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে জানানো হয়, পেগাসাস সফটঅ্যয়ারকাণ্ডে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে একাধিক আবেদন জমা পড়লেও, এ বিষয়ে হলফনামা জমা দেওয়া হবে না।
কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে আরও দাবি করা হয়, পেসাসাস বিতর্কে কোনও কিছু গোপন করার নেই। সেই কারণেই ডোমেইন সংক্রান্ত বিশেষজ্ঞদের নিয়ে একটি প্যানেল গঠন করা হবে।
তবে কেন্দ্রীয় সরকার এই প্যানেল গঠন করার বিষয়ে নির্দিষ্টভাবে কিছু ঘোষণা করার আগেই আজ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এই মামলায় অবস্থান স্পষ্ট করে দিলেন।