|
---|
দেবজিৎ মুখার্জি, কলকাতা: প্রায় তিন বছর পর তৃণমূলে ফিরলেন বিজেপি সাংসদ অর্জুন সিং। রবিবার ক্যামাক স্ট্রিট থেকে ঘর ওয়াপসি করেন তিনি। সঙ্গেই সঙ্গেই বদলে ফেললেন নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইলের ছবি।
তৃণমূলে ফেরার পরই গেরুয়া শিবিরকে আক্রমণ করে তিনি জানান “বাংলার বিজেপি এসি ঘরে বসে আর ফেসবুকে সংগঠন করেন। আমরা, যাঁরা গোড়া থেকে মাঠে নেমে সংগঠন করি, মানুষের কাজ করতে অসুবিধা হচ্ছিল। পাটের সমস্যা নিয়ে আমি বারবার কেন্দ্রীয় মন্ত্রীকে বলেছিলাম। বাংলার পাটশিল্পের ক্ষতি মেনে নেব না। কেন্দ্রের কাছে পাট নিয়ে আমাদের যা দাবি ছিল, তার ৩০% আদায় করতে পেরেছি। ৭০% এখনও বাকি।”
তিনি আরো জানান “জুটের সমস্যা অবহেলা করছিল কেন্দ্র। ৬২ টি জুটমিল থেকে ৫০, সেখান থেকে ১৫ টি। বাকি সব বন্ধ। আমি সেই লড়াইয়ের জন্য আমি মন্ত্রীকে বুঝিয়েছি। নভেম্বরে মুখ্যমন্ত্রী চিঠি দিয়েছিলেন মোদিকে। তারপরও গুরুত্ব দেওয়া হয়নি। আমি জানিয়েছিলাম, প্রয়োজনে মুখ্যমন্ত্রীর সঙ্গে লড়াই করব। মমতার নেতৃত্বে দেশে বড় লড়াই সংগঠিত হবে। আমি সৈনিক হিসেবে তাতে থাকতে চাই।”