|
---|
দেবজিৎ মুখার্জি, বীরভূম: এবার বীরভূম তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের পাসপোর্ট চাইল সিবিআই। যদিও তিনি দাবি করেছেন, তাঁর পাসপোর্ট নেই। দেওয়া তথ্যে ভরসা না রেখে এ বিষয়ে জানতে পাসপোর্ট অফিসে যোগাযোগ করা হচ্ছে সিবিআইয়ের তরফে।
মনে করা হচ্ছে, তৃণমূল নেতা যাতে কোনোভাবেই দেশ ছাড়তে না পারেন, সেই কারণেই এই সিদ্ধান্ত।
উল্লেখ্য, একাধিক মামলায় সিবিআই হাজিরা এড়ানোর পর, গতকালই তিনি জানিয়েছেন, আগামী ২১ মের পর তিনি কলকাতায় থাকবেন। সেই সময় আলোচনা করে জিজ্ঞাসাবাদের স্থান চূড়ান্ত করা যেতে পারে।