নেতাজি ইনডোরে বৈঠকে ফের গৈরিকীকরণ নিয়ে সরব মমতা

দেবজিৎ মুখার্জি, কলকাতা: সামনে লোকসভা নির্বাচন (Lok Sabha Election)। তার আগেই জোর কদমে প্রস্তুতিতে নেমেছে বাংলার (West Bengal) শাসকদল তৃণমূল কংগ্রেস (TMC)। কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এক বৈঠকে ফের কেন্দ্রের ‘গৈরিকীকরণ’ নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সরাসরি বিজেপির (BJP) বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলে মুখমন্ত্রীর নালিশ, প্রকল্পের টাকা দেওয়া হবে না গেরুয়া (Saffron) না করলে।

    বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এক ‘মেগা বৈঠক’এ বসলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতায় তৈরি নতুন মেট্রো প্রকল্পের (Kolkata Metro Scheme) চারপাশ গেরুয়ায় মুড়ে দেওয়াকে হাতিয়ার করে মুখ্যমন্ত্রী বলেন, “কত বড় সাহস আপনারা ভেবে দেখুন! বলছে কিনা প্রকল্পগুলির রং গেরুয়া না করা হলে, টাকা দেবেনা। আমি বলছি, তোমাদের টাকার দরকার নেই। ওরা বলছে সব কিছু গেরুয়া করে দেবে। মেট্রো গেরুয়া করে দেবে, জার্সি গেরুয়া করে দেবে, এমনকি বাথরুমও গেরুয়া করে দেবে।” এছাড়া কেন্দ্রের বঞ্চনার নিয়েও বিজেপি সরকারকে একহাত নিলেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, “১০০ দিনের কাজের প্রাপ্য টাকা আটকে রেখেছে কেন্দ্র। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের (ICDS) টাকার ৯০ শতাংশ দেয় কেন্দ্র, ১০ শতাংশ দেওয়ার কথা রাজ্যের। কিন্তু সেই টাকা অবধি আটকে রেখেছে ওরা।”

    এদিন ফের টিম ইন্ডিয়ার (Indian Cricket Team) প্র্যাকটিস জার্সির ‘গৈরিকীকরণ’ নিয়ে সরব হন মুখ্যমন্ত্রী। বিদ্রুপ সুরে তিনি বলেন, “ফাইনাল যদি কলকাতায় হতো বা ওয়ানখেড়েতে হতো, তাহলে আমাদের ছেলেরাই জিততো। আমাদের ছেলেরা কত খেলাধুলায় ভালো। দশটির দশটিতেই আমরা জিতেছিলাম। কিন্তু ওই গেরুয়া পরিয়ে দিল। আর যেই পাপিষ্ঠরা গেল, হেরে গেল।” এই প্রসঙ্গে তিনি আরো বলেন, “খেলার জার্সিও গেরুয়া করার চেষ্টা করেছিল, কিন্তু খেলোয়াড়দের আপত্তিতে তা সম্ভব হয়ে ওঠেনি। তাও দেখবেন নীলের মধ্যে হলুদ লাগিয়ে দিয়েছে। মনে রাখবেন একটা কথা। পাপ কখনো বাপকে ছাড়েনা।”