|
---|
দার্জিলিং: তথ্য এবং সম্প্রচার মন্ত্রী অরুপ বিশ্বাস আজ দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস অফিসে বৈঠক করলেন ইন্দ্রনীল সেনকে সাথে নিয়ে।দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই বৈঠকে উপস্থিত ছিলেন দার্জিলিং জেলা সভাপতি পাপিয়া ঘোষ,মেয়র গৌতম দেব,ডেপুটি মেয়র রঞ্জন সরকার এবং অলোক চক্রবর্তী।এই বৈঠকে আগামী মহকুমা পরিষদের ভোট নিয়ে আলোচনা করা হয়।সাংবাদিকদের অরুপ বিশ্বাস জানান মুখ্যমন্ত্রী বলে গেছেন মহকুমা পরিষদের ভোট নিয়ে যেন কোনপ্রকারের ঢিলে না দেওয়া হয়।তাই আমাদের উচিত এখন থেকে তৈরী হওয়া ভোটের জন্য।কে কে দাড়াবেন এই ভোটে এর উত্তরে অরুপ বিশ্বাস জানান এটা সম্পুর্ন দলের উপর নির্ভর করবে।দল কাকে কাকে দাড় করাবে এটা দলের ব্যাপার।দল যাকে ভালো মনে করবে তাকেই টিকিট দেবে।
জেলা সভাপতি পাপিয়া ঘোষ জানান মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়ে গেছেন যাতে মহকুমা পরিষদের নির্বাচন নিয়ে যাতে কোন রকমের অব্যাবস্থা না হয়।আমাদের হাতে আর একমাস আছে এর মধ্যে আমাদের তৈরী হতে হবে নির্বাচনের জন্য।