বৃহত্তর আন্দোলনের পথে আসা কর্মীরা

হাসান লস্কর (বাবলু), দক্ষিণ চব্বিশ পরগন : পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়ন কুলতলি ব্লকের পক্ষ থেকে কুলতলীর জয়নগর গ্রামীণ হাসপাতালে মেডিক্যাল অফিসারের কাছে স্মারকলিপি জমা করলেন। অপরদিকে কুলতলী ব্লক উন্নয়ন আধিকারিকের কাছে আশা কর্মীরা বকেয়া ইনসেন্টিভ এর দাবিতে ও দিনের পর দিন কাজের বোঝা চাপিয়ে দেওয়ার জন্য গতকাল কুলতলি ব্লকের সমস্ত আশা কর্মীরা সম্মিলিতভাবে ডেপুটেশন দিলেন। দিনের পর দিন আশা কর্মীদের ওপর অমানবিক ব্যবহার করা হচ্ছে এমন কি দীর্ঘদিন ধরে তাদের ঠিকমতো বেতন দেয়া হচ্ছে না। আশা কর্মীদের দাবি করোনা প্রাক্কালে সমস্ত মানুষ যখন গৃহবন্দি আশা কর্মীরা নিজেদের জীবন বাজি রেখে মানুষের দুয়ারে, কোথাও বা পৌঁছে দিয়েছেন খাবার ,কোথাও বা পৌঁছে দিচ্ছেন ঔষধ। তারপর করোনা পজেটিভ রুগী জেনেও তাদের সুস্থতার জন্য সহযোগিতা করেছেন। আর সেই সকল প্রথম সারির করোনা যোদ্ধাদের এখনো পর্যন্ত দিনের-পর-দিন দেয়া হচ্ছেনা ন্যূনতম বেতন। আজ তারা কয়েক দফা দাবি দাওয়া ও পাঁচ মাসের বকেয়া পাওনা ব্যাপারে বি এমএইচ দপ্তর ও বিডিও অফিসে স্মারকলিপি জমা করলো।