সাইবার ক্রাইম থেকে বাঁচতে সচেতনতার পাঠ আইন কলেজে

বর্তমান সমাজে আরো পাঁচটা অপরাধের সঙ্গে সাইবার অপরাধের ঘটনা বাড়ছে প্রতিনিয়তই। সাইবার ক্রাইম থেকে বাঁচতে ও সাধারন মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে উদ্যোগ নিলো বীরভূম জেলা আইনী পরিষেবা কতৃপক্ষ। মঙ্গলবার বোলপুরের বেঙ্গল ল কলেজের আইন বিভাগের ছাত্র ছাত্রীদের মধ্যে সাইবার ক্রাইম সম্পর্কে সচেতন করতে এই প্রশিক্ষন শিবির বা সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। বীরভূম ডিষ্ট্রিক লিগ্যাল সার্ভিসেস অথরিটির আইনী সহায়ক মহিউদ্দীন আহমেদ বলেন, বর্তমান সমাজে সাধারন আর পাঁচটা অপরাধের সঙ্গে সাইবার অপরাধের ঘটনা ঘটছে। অনেক ছাত্র ছাত্রী থেকে সাধারন মানুষ, বিশেষ করে মহিলারা এই সাইবার অপরাধের শিকার হচ্ছেন আবার অনেকে ভুলবশতঃ, অসাবধানতাবশতঃ নিজেরা ভুল করে অপরাধ করে বসছে। এজন্য জনসমাজে সচেতনতার প্রয়োজন, তাই বীরভূম জেলা আইনী পরিষেবা কতৃপক্ষের তরফে এই সচেতনতা শিবিরের আয়োজন করা হয়।

    বর্তমান সমাজে সাধারন মানুষ থেকে ছাত্র- ছাত্রীরা কিভাবে অপরাধের শিকার হচ্ছেন, সাইবার অপরাধের ধরন কয় প্রকার, কি করা উচিত আর কি করা উচিত নয়, সোস্যাল মিডিয়ার ব্যাবহার কি ভাবে করা উচিত এবিষয়ে আলোচনা করেন ডিষ্ট্রিক লিগ্যাল সার্ভিসেস অথরিটির প্রতিনিধি মহিউদ্দীন আহমেদ। এদিন সাইবার ক্রাইম সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন পশ্চিমবঙ্গ সরকারের আইটি এ্যন্ড ইলেকট্রনিক্স বিভাগের সাইবার সিকিওরিটি সেন্টার অব এক্সসেলেন্স সাইবার ক্রাইম সিকিওরিটি, ডিজিট্যাল ফরেনসিক এক্সপার্ট শুভেন্দু চক্রবর্তী।