বাল্য বিবাহ প্রতিরোধে সচেতনতা সভা

নিজস্ব সংবাদদাতাঃ বোলপুর : বাল্য বিবাহ প্রতিরোধ ও আইন, শিশু পাচার হওয়া থেকে শিশু দের সুরক্ষা, শিশু শ্রমিক সহ শিশুদের সার্বিক সুরক্ষা বিষয়ে এক আইনী সচেতনতা শিবির করা হলো বোলপুরে। বৃহষ্পতিবার বোলপুর পার্শ্ববর্তী একটি স্কুলের শ খানেক ছাত্র ছাত্রীদের নিয়ে এই শিশু সুরক্ষা বিষয়ক সচেতনতা শিবির করা হয়। যেখানে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে নবম দ্বাদশ শ্রেনীর ছাত্র ছাত্রীদের বোঝানো হয় বাল্য বিবাহের ক্ষতিকর দিক ও আইনী দৃষ্টিতে এটা কতটা অপরাধ।

    একই সঙ্গে এখন কাজের লোভ দেখিয়ে বাইরে নিয়ে গিয়ে অনেক কম বয়সী কিশোরীকে পাচার করে দেওয়ার বিভিন্ন কৌশল অবলম্বন করছে অসৎ পাচারকারীরা । সেই সব বিষয়ে কিভাবে সর্তক থাকবে, কোন শিশু সমস্যায় বা বিপদে পড়লে তারাতারী কোথায় যোগাযোগ করবে এসব বিষয়ে পাঠদান করা হয়। এদিন শিশুদের সুরক্ষা নিয়ে বক্তব্য রাখেন তারাপুর সোস্যাল ডেভেলপমেন্ট সোসাইটির সদস্যা সুরঞ্জনা ঘোষ সহ অনান্যরা।