|
---|
নিজস্ব প্রতিনিধি :কলকাতার কালীঘাটে কালিঘাট সত্যনারায়ন সমিতি ও কালিঘাট ইউথ অর্গানাইজেশান রবিবার ‘বাংলার গৌরব’ সম্মানে সম্মানিত করলো বাংলার বিভিন্ন ক্ষেত্রের গুনি মানুষদের। ‘বাংলার গৌরব’ সম্মানে সম্মানিত করা হলো-জাতিয় পুরষ্কারপ্রাপ্ত পরিচালক সৃজিত মুখোপাধ্যায়কে ।সঙ্গীতে অসামান্য অবদানের জন্য সম্মান জাননো হয় বিশিষ্ট সঙ্গীত পরিচালক শুভায়ুকে।যিনি প্রায় সত্তর টি বাংলা ছবিতে সুরকার হিসাবে কাজ করেছেন। টেকনো ইন্ডিয়া গ্রুপ এবং টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির ডিরেক্টর ডঃ সুজয় বিশ্বাসকে শিক্ষায় বিশেষ অবদানের জন্য ‘বাংলার গৌরব’-এ ভূষিত হন।ডিজিটাল মিডিয়ায় বিশেষ অবদানের জন্য ‘বাংলার গৌরব’ সাংবাদিক অয়নজিত সেন।সম্মানিত হলেন প্রখ্যাত সাংবাদিক ঋতব্রত ভট্টাচার্য। ছোটপর্দার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী দেবপর্না চক্রবর্তী, সুদীপ্তা চক্রবর্তী, আদৃজা রায় এবং অভিনেতা রেজওয়ান রব্বানী শেখ -ছোটপর্দায় অসামান্য অবদানের জন্য টেলিভিশনের জনপ্রিয় এই অভিনেতা-অভিনেত্রীদের ‘বাংলার গৌরব’ সম্মানে সম্মানিত করা হয়। অভিনেতা ও সোশাল ওয়ার্কার অর্ণব বন্দ্যোপাধ্যায়ও সম্মানিত হন।পেজ থ্রি জার্নালিজমে বিশেষ অবদানের জন্য বিশেষ সম্মানে ভূষিত হন সাংবাদিক রামিজ আলি আহমেদ।অ্যাওয়ার্ড সেরিমনির সঙ্গে সঙ্গে নৃত্যানুষ্ঠান ও সংগীতানুষ্ঠানে ‘বাংলার গৌরব’-এর তৃতীয় বর্ষ জমে উঠেছিল।এদিন সত্যনারায়ন সংস্থার তরফ থেকে ১০ জন পিছিয়ে পড়া পরিবারের শিশুদের বিশেষ অনুদান দেওয়া হয়।