বসন্ত উৎসবে মাতল শহীদ ক্ষুদিরামের জন্মভিটা মোহবনী

সেখ মহম্মদ ইমরান,নতুন গতি,কেশপুর:-কেশপুর ব্লকের পিংকি লিট্ল ড্যান্স একাডেমির উদ্যোগে বসন্ত উৎসব অনুষ্ঠিত হল শহিদ ক্ষুদিরামের জন্মভিটা মোহবনিতে। সংস্থার এটি ছিল দ্বিতীয় বার্ষিক উদযাপন অনুষ্ঠান। পারুলিয়া চৌকন থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা ক্ষুদিরাম বসুর জন্মভিটে মোহবনীতে পৌঁছায়। একাডেমির শিক্ষার্থী -অভিভাবক-অতিথিবর্গ দীর্ঘ দুই কিমি এই শোভাযাত্রাতে অংশ নেন। আবির খেলা,কাঠি নাচ এই শোভাযাত্রাকে আকর্ষণীয় করে তোলে। তা দেখতে পথপাশে মানুষের ঢল নামে।

    মোহবনীস্থিত ক্ষুদিরাম স্মৃতি মুক্তমঞ্চে বসন্ত উৎসবের মূল অনুষ্ঠান শুরু হয়। সভাপতিত্ব করেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব শংকর চক্রবর্তী ।নৃত্য-গীত-আলেখ্য সংগীতে উৎসব রঙিন ও অর্থবহ হয়ে ওঠে। একাডেমির শতাধিক ছাত্রছাত্রী দলগত নৃত্যে অংশগ্রহণ করে। স্বাগত ভাষণে পিংকি লিটল ড্যান্স একাডেমির কর্ণধার তথা নৃত্যশিল্পী পিংকি চক্রবর্তী সবাইকে শেষ অবধি থেকে অনুষ্ঠান সুষ্ঠু আয়োজন করতে সাহায্যের আবেদন জানান ।
    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষক তথা ক্ষুদিরাম স্মৃতিরক্ষা কমিটির সভাপতি শ্রীযুত চিত্তরঞ্জন গরাই । তিনি তাঁর বক্তব্যে এমন উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তৎসহ আগামীদিনে এই একাডেমিকে স্মৃতিরক্ষা কমিটি সর্বতোভাবে সাহায্যের অঙ্গীকার করেন।এছাড়াও এই মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যাতে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী উত্তমানন্দ ত্রিপাঠী, প্রদ্যুত্ পাঁজা, সমাপ্তি রায় প্রমুখ ।


    সংগীতে উদয় শংকর বন্দ্যাপাধ্যয় জনপ্রিয় হোলির গান গেয়ে অনুষ্ঠানটিকে উচ্চমাত্রা দেন। গিটার বাদনে ছিলেন বেতার শিল্পী নকুল মহাপাত্র। অনুষ্ঠানটি সুচারু ভাবে ও সুললিত বাচন ভঙ্গিতে সঞ্চালনা করেন বিশিষ্ট শিক্ষক স্নেহাশিস চৌধুরী।