বড়ো ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের! ফল-সবজিতে ভর্তুকি ও ভেজাল ওষুধ রুখতে ড্রাগ ল্যাবরেটরি

নতুন গতি নিউজ ডেস্ক: বৃহস্পতিবার নবান্ন থেকে বড়ো পদক্ষেপ রাজ্য সরকারের। ফল, সবজিতে বড় অঙ্কের ভরতুকি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

    ‘সুফল বাংলা’র আউটলেট বাড়ানো হচ্ছে রাজ্যজুড়ে যাতে বাজারের তুলনায় অনেক কম দামে পাওয়া যায় রান্নাঘরের নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র। এছাড়া বাজারগুলিতে এনফোর্সমেন্ট ব্রাঞ্চ যাতে নজরদারি চালায়, সেই নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

    একনজরে জেনে নেওয়া যাক বাজারদর নিয়ন্ত্রণে মুখ্যমন্ত্রীর সিদ্ধান্ত-

    ১. রাজ্যজুড়ে এই মুহূর্তে রয়েছে ৩৩২টি ‘সুফল বাংলা’র আউটলেট। এর মধ্যে জেলাগুলিতে রয়েছে ৩০ টি স্টল। তা বাড়িয়ে ৫০০ করা হবে।

    ২. চালু হবে ‘সুফল বাংলা’র মোবাইল আউটলেট। কোভিডকালে বসে যাওয়া বাস বা গাড়িতে মোবাইল বাজার করতে হবে।

    ৩. সকাল ৮টা থেকে বেলা ১১টা এবং বিকেল ৩টে থেকে সন্ধে ৭টা পর্যন্ত খোলা থাকবে ‘সুফল বাংলা’র আউটলেট।

    ৪. এখানে নিত্যপ্রয়োজনীয় জিনিসের উপর রাজ্য সরকারের ভরতুকির অঙ্ক বাড়ানোয় বাজারের তুলনায় খানিকটা কম দামে মিলবে।

    ৫. আলু, পিঁয়াজ, শশা, কলা, লাউ, বাঁধাকপি, ফুলকপি, আদা, রসুন, তরমুজ, খেজুর, ছোলা – এই খাদ্যসামগ্রী কম দামে পাওয়া যাবে ‘সুফল বাংলা’য়।

    এদিন নবান্ন থেকে ওষুধের দর নিয়েও আলোচনা করেন তিনি। তিনি বলেন “ভেজাল ওষুধ বিক্রি বেড়ে যাচ্ছে বাজারে। বিভিন্ন রকম খবর পাওয়া যাচ্ছে। এটা দিল্লির দেখার কথা, কিন্তু ওরা সেটা করছে না। তাই একটা ড্রাগ ল্যাবরেটরি করা হচ্ছে। ভেজাল ওষুধ বিক্রি বন্ধ করার জন্য দুটো সিদ্ধান্ত নিয়েছি।”

    তিনি আরো বলেন “করোনা কালে পরিস্থিতি মোকাবিলায় চিকিৎসার জন্য প্রয়োজনীয় বহু যন্ত্রপাতি কিনেছিল রাজ্য। কিন্তু বর্তমানে সেগুলির ব্যবহার হচ্ছে না। ফলে তা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছেই। সেই কারণেই একটা রক্ষণাবেক্ষণ কমিটি তৈরি করা হবে। ওই যন্ত্রপাতিগুলির পর্যবেক্ষণের দায়িত্বে থাকছে এই কমিটি।”