মালদা শহরের বিনয় সরকার অতিথি আবাসের হলঘরে অনুষ্ঠিত হলো পশ্চিমবঙ্গ বিজ্ঞানমঞ্চ, রাজ্য কাউন্সিল সভা

নতুন গতি, মালদা ২২ জুন ঃ ২২ও ২৩ শে জুন মালদা শহরের বিনয় সরকার অতিথি আবাসের হলঘরে অনুষ্ঠিত হলো পশ্চিমবঙ্গ বিজ্ঞানমঞ্চ, রাজ্য কাউন্সিল সভা ।

    মালদাজেলা কমিটির উদ্যোগে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজ্যকমিটির কার্যকরী সভাপতি মাননীয় সত্যজিৎ চক্রবর্তী মহাশয় , প্রধান অতিথির পদ অলঙ্কৃত করেন বিশিষ্ট বিজ্ঞানী তথা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন সহ উপাচার্য অধ্যাপক সিদ্ধার্থ দত্ত মহাশয় । তিনি তার বক্তব্যে ইউরোপীয় রেঁনেশার সাথে ভারতীয় রেঁনেশার তুলনামূলক বিশ্লেষণ করে দেখান কিভাবে ইউরোপিয়ান প্রযুক্তি এবং বিজ্ঞানমনস্কতা এগিয়েগেল অথচ ভারতীয়দের মধ্যে বিজ্ঞানমনস্কতা সেভাবে এগোতে পারলোনা ।
    অনুষ্ঠানের শুরুতেই সংগঠনের পতাকা উত্তোলন করেন রাজ্যকমিটির কার্যকরী সভাপতি মাননীয় শ্রী সত্যজিত চক্রবর্তী মহাশয়, শহীদ বেদীতে মাল্যবান করেন রাজ্য সম্পাদক মাননীয় প্রদীপ মহাপাত্র, বিশিষ্ট বিজ্ঞানী শ্যামল চক্রবর্তী, বিজ্ঞানী অরুনাভ মিশ্র , অধ্যাপিকা মঞ্জুলা বেরা, মায়া মিত্র প্রমুখ । স্বাগত ভাষণ দেন বিজ্ঞানমঞ্চের মালদা জেলা কমিটির সম্পাদক মাননীয় সুনীল দাস মহাশয় । এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য মাননীয় শ্রী সত্য চৌধুরী মহাশয়, ডেপুটি সি.এম.ও.এইচ. ২ মাননীয় শ্রী অমিতাভ মন্ডল মহাশয়, বিজ্ঞান মঞ্চের সভাপতি কে.পি.সিং মহাশয়, বর্ষীয়ান বিজ্ঞানকর্মী মাননীয় সোমশংকর সিনহা মহাশয় । সভায় বিভিন্ন জেলা থেকে মোট ১০৪ জন কাউন্সিল সদস্য উপস্থিত ছিলেন ।