|
---|
নিজস্ব সংবাদদাতা: ছয়দিন বন্ধ থাকার পর পুজোর আগে শ্রমিকদের কথা মাথায় রেখে খুলে গেল বীরভূমের পাথর শিল্প। বীরভূমের পাথরে শিল্পাঞ্চল এলাকায় পরিবেশ দফতরের ছাড়পত্রের দাবিতে পাথর ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে বীরভূম জেলার সমস্ত পাথর খাদান ও ক্রাশার বন্ধ রাখা হয়েছিল সেপ্টেম্বরের ১ তারিখ থেকে। বন্ধ ছিল পাথর ভাঙার কাজও। পুজোর আগে পাথর শিল্পাঞ্চল বন্ধ হয়ে যাওয়াতে বেকার হয়ে পড়েছিল পাথর শিল্পের সঙ্গে যুক্ত প্রায় ১ লক্ষ শ্রমিক।টানা ছয় দিন বীরভূমের পাথর ক্রাশার ও খাদানগুলি বন্ধ থাকার শ্রমিকদের কথা চিন্তা কর আবার চালু হলো ক্যাসার গুলি । তবে বীরভূমের যেসকল পাথর খাদানগুলির বৈধ কাগজপত্র আছে একমাত্র সেগুলিতেই চলবে পাথর উত্তোলনের কাজ। আর যেই পাথর খাদানগুলির বৈধ কাগজপত্র নেই পুজোর পরই তৈরি করা হবে সেগুলির কাগজপত্র। বীরভূম জেলা প্রশাসনের কাছে এই ধরনের আশ্বাস পেয়েছে বীরভূম জেলার পাথর ব্যবসায়ীরা – তার পরপরই পাথর শিল্পে ধর্মঘট তুলে নেওয়ার কথা ঘোষণা করেন পাথর ব্যবসায়ীরা। তবে পুজো আগে পুনরায় পাথর শিল্পাঞ্চলে কাজ শুরু হওয়ায় খুশি পাথর শিল্পের সঙ্গে যুক্ত শ্রমিকরা।
পাথর শ্রমিক বুদ্ধদেব ঘোষ বলেন , ” পাথর খাদান বন্ধ হওয়ায় দারুন সমস্যায় পরেছিলাম আমরা । তবে আজ থেকে আবার কাজ শুরু হওয়ায় খুশি । কাজ বন্ধ হয়ে যাওয়ায় ঘরে বসেছিলাম । অসুবিধা হচ্ছিল সংসার চালাতে । তবে পুজোর আগে আবার কাজ শুরু হওয়ায় অনেকটাই সুবিধা হয়েছে ।” শ্রমিক গণেশ রাউত বলেন , “এত দিন কাজ বন্ধ থাকায় খুব সমস্যা হচ্ছিল আমাদের। পুজোর আগে সংসার চালাতে হিমশিম খাচ্ছিলাম । তবে আবার খাদান চালু হওয়ায় খুশি আমরা । পুজোর আগে কিছু টাকা পেলে ভালোভাবে সংসার চলে যাবে । “