|
---|
নতুন গতি ওয়েব ডেস্ক:বিজেপি রাজ্য সহ সভাপতি রাজু ব্যানার্জী রায়গঞ্জে ধর্না মঞ্চে যোগ দিতে এসে গ্রেপ্তার হলেন।তিনি আসার আগেই মঞ্চ ভেঙে দেবার নির্দেশ দিল রায়গঞ্জ থানার পুলিশ।পুলিশের নির্দেশে বিজেপি কর্মিরা সেই মঞ্চ ভাঙার কাজ শুরু করেন।বিজেপি জেলা সম্পাদক নিমাই কবিরাজের অভিযোগ পুলিশ তাদের কার্যক্রম তুলে দিল।পুলিশের নির্দেশে তারা ধর্না মঞ্চ খুলে ফেললেন।বেলা দুটার নাগাদ রায়গঞ্জ বিজেপি জেলা দপ্তরে পৌছান রাজু ব্যানার্জী। পুলিশের উপস্থিতিতেই ধর্না মঞ্চের সামনে বক্তব্য রাখতে যান রাজু ব্যানার্জী।পুলিশ তাকে বাধা দেন।পুলিশের বাধা উপেক্ষা করে সভা করতে গেলে তাকে গ্রেপ্তার করে।
চোপড়ায় ছাত্রীকে হত্যা প্রতিবাদে সি বি আই তদন্তের দাবিতে মঙ্গলবার থেকে তিনদিনের রায়গঞ্জ এম জি রোডে বি জে পি উত্তর দিনাজপুর জেলা দপ্তরের সামনে ধর্না মঞ্চে অবস্থান বিক্ষোভ করেন বিজেপি জেলা কমিটি।প্রথম দিন নির্বিঘ্নে অবস্থান বিক্ষোভ কর্মসূচী পালিত হলেও দ্বিতীয় দিনেই এই কর্মসূচী বন্ধের নির্দেশ দিল পুলিশ।