উৎসবেও থাক রক্তদান: ঝেঁতলা ঐক্য সম্মিলনী

নতুন গতি, কেশপুর : পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের ঝেঁতলা গ্রাম পঞ্চায়েতের ঐতিহ্যবাহী ঐক্য সম্মিলনী পরিচালিত রক্তদান শিবিরে ৪ জন মহিলা সহ ৫৫ জন রক্তদান করলেন। প্রথম বারের জন্য রক্ত দিলেন ৯ জন। এই শিবির টির সার্বিক আয়োজনে ছিল ঝেঁতলা রবীন্দ্র নজরুল স্মৃতি সংঘ।

    শিবিরের উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবী তথা পশ্চিম মেদিনীপুর জেলা রোগী কল্যাণ সমিতির অন্যতম সদস্য পঙ্কজ পাত্র ।
    এদিন উপস্থিত ছিলেন ঝেঁতলা গ্রাম পঞ্চায়েতের প্রধান সবিতা সামন্ত মহোদয়া, কেশপুর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি পানমণি হেমরম, ঝেঁতলা শশীভূষণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ‌নারায়ণ প্রসাদ চৌধুরী মেদিনীপুর জেলা ভলান্টারী ব্লাড ডোনর্স ফোরামের সম্পাদক জয়ন্ত মুখার্জি, বিশিষ্ট সমাজসেবী ভাস্কর চৌধুরী পশ্চিমবঙ্গ রাজ্য মানবাধিকার কমিশন ও এ্যন্টি কোরাপশন ব্যূরোর সহ সভাপতি শিবু রাণা, সংগঠনের পশ্চিম মেদিনীপুর জেলা আহ্বায়ক উজ্জ্বল মাইতি, কেশপুর ব্লকের আহ্বায়ক বিকাশ দে , শিক্ষক তথা সমাজসেবী_রক্তদান আন্দোলনের অন্যতম কর্মী চঞ্চল হাজরা, সমাজসেবী রুহুল আমিন,সেখ জাহাঙ্গীর আলম স্থানীয় ডাক্তার সুপ্রকাশ দাস, সহ বিশিষ্ট জনেরা।
    অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ঝেঁতলা রবীন্দ্র_নজরুল স্মৃতি সংঘের সভাপতি তথা বিশিষ্ট সমাজসেবী করুণা সিন্ধু দণ্ডপাট মহোদয়। রক্তদান মঞ্চ উদ্বোধন করেন ঝেঁতলা গ্রাম পঞ্চায়েতের প্রধান সবিতা সামন্ত মহোদয়া।
    উদ্বোধনী সংগীত পরিবেশন করে শিশু শিল্পী অঙ্কিতা চৌধুরী। শিবিরের উদ্বোধন করেন সমাজসেবী পঙ্কজ পাত্র মহাশয়। এমন মহতী আয়োজনের প্রয়োজনীয়তা সবিস্তারে তুলে ধরেন।

    প্রধান অতিথি তথা ঝেঁতলা শশীভূষণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নারায়ণ প্রসাদ চৌধুরী তাঁর বক্তব্যে এলাকার সামাজিক ও সাংস্কৃতিক মনন তৈরির তে বাতাবরণ রয়েছে পরম্পরা মেনে তা যেন বজায় থাকে তার আবেদন রাখেন। বিদ্যালয় ও সমাজের পাশে থাকবে অঙ্গীকার করেন। অতিথি তথা এলাকার বিশিষ্ট ডাক্তার সুভাষ চন্দ্র দাস তাঁর বক্তব্যে এমন আয়োজনে পাশে থাকার অঙ্গীকার করেন। সবুজায়নের বার্তা দিতে রক্তদাতাদের ও অতিথিদের ফুলের গাছ
    উপহার দেওয়া হয়। রবীন্দ্র _ নজরুল স্মৃতি সংঘের সম্পাদক শ্যামসুন্দর বেরা তাঁর বক্তব্যে বলেন_” সংঘ বর্ষব্যাপী বিবিধ সামাজিক কর্মসূচি পালন করবে। তার অঙ্গ হিসেবে ঐক্য সম্মলনী পরিচালিত শারদীয়া দুর্গোৎসবে রক্তদান কর্মসূচি তে আমরা সদস্যাবৃন্দ রক্ত দেবার পাশাপাশি শিবিরটি সর্বাঙ্গসুন্দর করে তুলতে সচেষ্ট ছিলাম। আমরা খুশি এমন মহতী উদ্যোগের পাশে থাকতে পেরে।”

    উল্লেখ্য আগত মানবাধিকার কমিশনের পদাধিকারীগণ রক্তদান শিবির মঞ্চ থেকে ঝেঁতলা ও পার্শ্ববর্তী এলাকার অনেক মা_বোনেদের নতুন বস্ত্র তুলে দেন। এমন অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে উনাদের খুশি ব্যক্ত করেছেন।


    আজ এই মহতী আয়োজনের অন্যতম মুখ ছিলেন মেদিনীপুর জেলা ভলান্টারী ব্লাড ডোনার্স ফোরামের সম্পাদক মাননীয় জয়ন্ত মুখার্জি মহাশয়। তাঁর ১৪৯ বার রক্তদানের তে গাঁথা তিনি রচনা করেছেন নবীন প্রজন্মের কাছে তার দৃষ্টান্ত স্থাপন হঢয়ে র‌ইল। তাঁর বক্তব্যে তিনি এমন আয়োজনের শরিক হবার অভিপ্রায় ব্যক্ত করেন।

    ঐক্য সম্মিলনী _ র সম্পাদক সোমনাথ দণ্ডপাট আগত রক্তদাতাদের ও অতিথিবর্গকে অভিনন্দন জানান। আয়োজনকে সফল _সুন্দর করে তোলার।
    ঐক্য সম্মিলনীর সভাপতি তন্ময় মন্ডল বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন‌ রবীন্দ্র_নজরুল স্মৃতি সংঘকে।
    তৎসহ শিবিরটি সংগঠিত করতে যাঁরা বিশেষ ভূমিকা পালন করেন সবাইকে ধন্যবাদ জানান। সমগ্র
    অনুষ্ঠানটি গ্রন্থনায় ছিলেন বিশিষ্ট শিক্ষক তথা কেশপুর ব্লকের রক্তদান আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব স্নেহাশিস চৌধুরী । তাঁর সঞ্চালনাতে যোগ্য সঙ্গত দেন জয়দেব্ পতি। রক্ত সংগ্রহে ছিল খড়গপুর মহকুমা হাসপাতালে‌র ব্লাড ব্যাংক.।