|
---|
নতুন গতি প্রতিবেদক : ঘুটিয়ারি শরীফ পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত আধিকারিক ফারুক রহমান মহাশয়ের উদ্যোগে রক্তদান শিবির ও বস্ত্র বিতরণ অনুষ্ঠান।
উপস্থিত ছিলেন বারুইপুর পুলিশ জেলার এস পি বৈভব তিয়রী, এডিশনাল এস পি ইন্দ্রজিৎ বসু, ক্যানিং এসডিপিও, বি এম ও এইচ তারিক আনোয়ার, বাসরা অঞ্চল উপ প্রধান কাশেম সরদার, মোবারক সরদার, মুজিবর সরদার, ক্যানিং দুই পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য কর্মদক্ষ মোশারফ লস্কর, নারায়ণপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি সাইদুল সেখ, হাফিজুর রহমান প্রমুখ।
উক্ত শিবিরে, অ্যাডিশনাল এসপি এবং বি এম ও এইচ সহ অনেক আধিকারিকরা রক্ত দান করেন। মোট দুশ কুড়ি জন রক্ত দান করেছেন।