|
---|
নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর: চেনা ছকের বাইরে গিয়ে পালিত হলো বিবাহ বার্ষিকীর অনুষ্ঠান। মেদিনীপুর শহরের বাসিন্দা শিক্ষক দম্পতি মৃত্যুঞ্জয় সামন্ত ও চন্দনা পইড়া সামন্তের উদ্যোগে তাঁদের ৮ম বিবাহ বার্ষিকীকে সামনে রেখে রবিবার মেদিনীপুর শহরের জেলা রেডক্রশ সোসাইটি হলে অনুষ্ঠিত হলো রক্তদান শিবির, দেহদানের অঙ্গীকার, আলোচনা সভা সম্মাননা জ্ঞাপন ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
উপস্থিত ছিলেন মেদিনীপুর রামকৃষ্ণ মিশনের স্বামী মায়াধীশানন্দ, বিধায়ক দীনেন রায়, সমাজসেবী সুজয় হাজরা, জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান কৃষ্ণেন্দু বিষই, কাউন্সিলর ইন্দ্রজিৎ পানিগ্রাহী, শিক্ষা প্রশাসক কৌস্তভ বন্দ্যোপাধ্যায়, সমাজসেবী শান্তনু দে,রক্তদান আন্দোলনের নেতৃত্ব অসীম ধর,কবি অভিনন্দন মুখোপাধ্যায়,বই প্রকাশক রিংকু চক্রবর্তী, রবীন্দ্র স্মৃতি সমিতির সাধারণ সম্পাদক লক্ষণ চন্দ্র ওঝা, প্রধান শিক্ষক প্রসূন কুমার পড়িয়া,সুভাষ জানা,পলি পাহাড়ি,বিপ্লব আর্য, স্নেহাশিস চৌধুরী, সমাজকর্মী কান্তা বসু ফাকরুদ্দিন মল্লিক, শিক্ষক সুব্রত মহাপাত্র, মাতুয়ার মল্লিক মণিকাঞ্চন রায়,কৃষ্ণগোপাল চক্রবর্তী, নরসিংহ দাস, সুদীপ কুমার খাঁড়া, বিভাস ভট্টাচার্য, আলোকচিত্রী গৌতম দেব, প্রসূন দে , বাচিক শিল্পী পাঞ্চালি চক্রবর্তী, সুদীপ্তা মিশ্র চক্রবর্তী,তন্দ্রিমা ঘোষ ,তবলাবাদক তাপস গুঁই সহ মেদিনীপুরের শিক্ষা-সংস্কৃতি জগতের বিশিষ্ট জনেরা। উপস্থিত ছিলেন শিক্ষক দম্পতির পিতা-মাতারা।এই শিক্ষক দম্পতি সহ মোট ৩০ জন রক্তদাতা এদিন রক্তদান করেন। পাশাপাশি সামন্ত দম্পতি দম্পতি দেহ দানের অঙ্গীকার করেছেন। এদিন শিবির শেষে
উদ্বৃত্ত লাঞ্চ প্যাকেট শিক্ষক মৃত্যুঞ্জয় সামন্ত, সমাজকর্মী কৃষ্ণগোপাল চক্রবর্তী, ফাকরুদ্দিন মল্লিকসহ অন্যন্যা দের প্রচেষ্টায় রাঙামাটি রেললাইন সন্নিহিত এলাকায় ৪৫ জন মানুষের মধ্যে বিতরন করা হয়।রক্ত সংগ্রহ করেন নয়াগ্রাম ব্লাড ব্যাংক কর্তৃপক্ষ। অনুষ্ঠান সঞ্চালনা করেন শুভদীপ বসু।