|
---|
নতুন গতি নিউজ ডেস্ক: কোচবিহারের দিনহাটা বিধানসভার উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বী বিজেপিকে কার্যত দুরমুশ করে জিতল তৃণমূল। গত বিধানসভা নির্বাচনে ১ লক্ষ ৬৩ হাজারের বেশি ভোটে জয়ী তৃণমূল প্রার্থী উদয়ন গুহ l গত বিধানসভা নির্বাচনে ৫৭ ভোটে পরাজিত হলেও এবার রেকর্ড ব্যবধানে জয়ী হলেন তিনি।
গত বিধানসভা ভোটে কোচবিহারের দিনহাটা কেন্দ্রে জয়ী হয়েছিলেন বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক। তবে বিধায়ক পদে ইস্তফা দিয়ে তিনি সাংসদ পদ রেখে দেন। বর্তমানে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তিনি। এবার দিনহাটা উপনির্বাচনে দলের পর্যবেক্ষক ছিলেন নিশীথ। সেই নিশীথ প্রামাণিকের বুথেও চূড়ান্ত ভরাডুবি হয়েছে বিজেপির। সেখানে বিজেপি মাত্র ৯৫টি ভোট পেয়েছে। তৃণমূল পেয়েছে ৩৬০টি ভোট।
দিনহাটায় বিজেপি প্রার্থী অশোক মণ্ডলের বুথেও হারল বিজেপি। ওই বুথে বিজেপি পেয়েছে ১৫৬টি ভোট। তৃণমূল পেয়েছে ৪৬১টি ভোট।
উদয়ন গুহ বলেছেন, বেশ কয়েক মাস ধরেই পরিশ্রম করেছেন দলের নেতা কর্মীরা। জয় নিশ্চিতই ছিল। তবে ব্যবধান বাড়ানোই ছিল লক্ষ্য। সেই লক্ষ্যে সফল হয়েছে দল। বিজেপির সাম্প্রদায়িক রাজনীতিকে পরাস্ত করতে বদ্ধপরিকর ছিল দল। সেই লড়াইয়ে জয় পেয়েছে তৃণমূল। এখন থেকে আর কোচবিহারের রাজনীতিতে নিশীথের কোনও গুরুত্ব থাকল না বলেও দাবি করেছেন বিজয়ী তৃণমূল প্রার্থী।
অন্যদিকে, বিজেপির দাবি, দিনহাটায় গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। মানুষকে অবাধভাবে মতাধিকার প্রয়োগ করতে দেওয়া হয়নি।
উল্লেখ্য, দিনহাটায় উনিশ রাউন্ডের শেষে ১ লক্ষ ৬৩ হাজার ০৫ ভোটে জয়ী তৃণমূল প্রার্থী উদয়ন গুহ। প্রাপ্ত ভোটের হারে বিরোধী দলগুলিকে কয়েক যোজন পিছনে ফেলে দিয়েছে রাজ্যের শাসক দল। গত বিধানসভা নির্বাচনে এই আসনে হারের ধাক্কা কাটিয়ে জয় পেল তৃণমূল।
উল্লেখ্য, দিনহাটা বিধানসভা আসনের উপনির্বাচনে বিজেপি প্রার্থী অশোক মণ্ডল। উদয়ন গুহ লড়েছেন তৃণমূলের টিকিটে। এই কেন্দ্রে ফরওয়ার্ড ব্লক প্রার্থী আব্দুর রউফ।