কোভিডে মৃতের পরিবারকে সরকারি ক্ষতিপূরণের গাইডলাইন তৈরির জন্য আরও চার সপ্তাহ সময় চাইল কেন্দ্রীয় সরকার

নতুন গতি ওয়েব ডেস্ক: কোভিডে মৃতের পরিবারকে সরকারি ক্ষতিপূরণের গাইডলাইন তৈরির জন্য আরও চার সপ্তাহ সময় চাইল কেন্দ্রীয় সরকার। এই মর্মে সুপ্রিম কোর্টের কাছে আবেদনও করেছে কেন্দ্রীয় সরকার। প্রসঙ্গত চলতি বছরের ৩০শে জুন সুপ্রিম কোর্ট জানিয়েছিল, কোভিডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সহায়তা করার গাইড লাইন তৈরির জন্য় কেন্দ্রীয় সরকারকে ৬ সপ্তাহ সময় দেওয়া হচ্ছে। এদিকে এই গাইডলাইনে কেন্দ্র নির্দিষ্ট করবে কারা এই ধরণের আর্থিক সহায়তা পাওয়ার যোগ্য। পাশাপাশি কত টাকা করে আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে সেব্যাপারেও নির্দিষ্ট করার কথা রয়েছে। আগামী ১১ই আগস্ট গাইডলাইন তৈরির সময় সীমা শেষ হতে চলেছে।

    এদিকে তার আগেই সোমবার সুপ্রিম কোর্টে আবেদন করে কেন্দ্রীয় সরকার জানিয়েছে, জাতীয় দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষ গাইডলাইন তৈরি করছে। কিন্তু এটি একেবারেই প্রাথমিক পর্যায়ে রয়েছে। সেক্ষেত্রে এটি চূড়ান্ত ও প্রয়োগের আরও কিছুটা গভীর পর্যবেক্ষণ দরকার। এদিকে স্বাস্থ্য ও পরিবার মন্ত্রক সূত্রে খবর, মঙ্গলবার পর্যন্ত ৪.১৪ লক্ষ মানুষের কোভিডে মৃত্যু হয়েছে। এদিকে আরও চার সপ্তাহ সময় চেয়ে কেন্দ্র জানিয়েছে,  অপ্রত্যাশিত কোনও ফল যাতে না হয় সেটা দেখা হচ্ছে। এদিকে আদালত তার নির্দেশে আগেই জানিয়েছিল এমন একটা গাইডলাইন করতে যেখানে কোভিড-১৯য়ে যাঁরা মারা যাচ্ছেন তাঁদের ডেথ সার্টিফিকেট যেন যথাযথভাবে ইস্যু করা হয়।