বঙ্গ সিপিএমকে হিন্দুত্ব বিরোধীতার পরামর্শ কেন্দ্রীয় কমিটির

নতুন গতি নিউজ ডেস্ক: বঙ্গে সিপিএমের ভরাডুবির পর সম্প্রতি কেন্দ্রীয় ওয়েবসাইটে, ভোট পর্যালোচনার রিপোর্ট পেশ করে সিপিএম কেন্দ্রীয় কমিটি। সেখানে স্পষ্ট ভাষায় লেখা হয়, হিন্দুত্ব বিরোধী প্রচার এবং আদর্শগত আন্দোলনের পথে হেঁটেই, বাংলায় নিজেদের জায়গা করতে হবে সিপিএমকে।

    বাংলায় লোকসভা নির্বাচনের পর বিধানসভা নির্বাচনেও শূণ্য রানেই আউট হয়ে যায় বামেরা। একদিকে বিধানসভায় ৩ থেকে ৭৭-এ গিয়ে দাঁড়িয়েছে বিজেপি এবং, অন্যদিকে ২৬ থেকে মাটিতে মিশে গিয়েছে বামেরা। তবে বাংলায় বিজেপির উত্থানের পেছনে, সিপিএমের ভরাডুবিকে দাবী করেছে রাজনৈতিক মহল।

    নির্বাচনের পূর্বে আবার কংগ্রেস এবং ISF-র সঙ্গে জোট গঠন। তবে কংগ্রেসের সঙ্গ মেনে নিলেও, ISF-র সঙ্গ মানতে পারেনি বামেদের একাংশই। সেই নিয়ে দলের মধ্যেই নানারকম তর্ক বিতর্ক শুরু হয়। আর নির্বাচনে হারের প্রসঙ্গে দলীয় নেতৃত্বদেরই কোণঠাসা করে, এক রিপোর্ট পেশ করে কেন্দ্রীয় কমিটি।

    এই রিপোর্টে বলে হয়েছে, বাংলায় দেশভাগ থেকে শুরু করে, সাম্প্রদায়িক দাঙ্গার অনেক ইতিহাস মানুষের মনে এখনও উজ্জ্বল। ধর্মনিরপেক্ষতা নিয়ে মানুষের আবেগকেও মাথায় রাখতে হবে। বিজেপি এবং RSS যেভাবে মানুষের অন্দরের স্মৃতি উস্কে দিয়ে প্রচার চালাচ্ছে, তার বিরুদ্ধে গিয়ে নীতিগত ভাবে, রাজনৈতিক ভাবে, সাংগঠনিক ও সাংস্কৃতিক ভাবে লড়াই চালিয়ে যেতে হবে।

    স্পষ্ট ভাষায় বলা হয়, শূণ্য থেকে লড়াই শুরু করার জন্য প্রান্তিক মানুষ, দলিত, আদিবাসী এবং সংখ্যালঘুদের কাছে টানতে হবে। যাবতীয় দুর্বলতা কাটিয়ে উঠে, দলের সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করে এদের নিয়ে লড়াই জারি রাখতে হবে। প্রধানত, হিন্দুত্ব বিরোধী প্রচারে জোর দিতে হবে।