|
---|
দেবজিৎ মুখার্জি, কলকাতা: সিঙ্গল বেঞ্চের পর ডিভিশন বেঞ্চেও ধাক্কা রাজ্যের। ধর্মতলায় বিজেপির সভায় অনুমতি দিলেন কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম। শুক্রবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে রাজ্য সওয়াল করে, শাহের সভায় অনুমতি দিলে ধর্মতলা স্তব্ধ হয়ে যাবে। মানুষের অসুবিধা হবে। পালটা আদালতের পর্যবেক্ষণ, মানুষের কথা কেউ ভাবে না। সবার প্রতি সমান মনোভাব দেখানো উচিত। নাহলে ২১ জুলাইয়ের সভাও বন্ধ করে দিতে হয়। এরপরই ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, সিঙ্গল বেঞ্চের নির্দেশ মতোই সভা করতে পারবে বিজেপি।