|
---|
দেবজিৎ মুখার্জি, কলকাতা: পঞ্চায়েত নির্বাচনের সময় আদালত অবমাননার মামলায় এবার কলকাতা হাই কোর্টে হাজিরা দিলেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা। এদিন সকাল ১০টা নাগাদ তিনি পৌঁছে যান হাই কোর্টে। তাঁকে জবাব দেওয়ার জন্য সময় দিয়েছে প্রধান বিচারপতির বেঞ্চ। ১৫ ডিসেম্বরের মধ্যে তাঁকে হলফনামা দিতে হবে। ৫ জানুয়ারির মধ্যে অন্য সব পক্ষকে পালটা হলফনামা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতিরা। এই মামলার পরবর্তী শুনানি ৮ জানুয়ারি।