|
---|
বীরভূম: রামপুরহাট কাণ্ডে নিহতদের পরিজনদের আর্থিক সাহায্য এবং চাকরি দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাড়ি মেরামতের আশ্বাসও দেন তিনি।
তিনি বলেন “জীবনের বিকল্প টাকা কিংবা চাকরি নয়। তবে সংসার চালাতে টাকার প্রয়োজন। নিহতদের পরিবারের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব।”
এরপর রামপুরহাট হাসপাতালেও যান মুখ্যমন্ত্রী। হাসপাতালের সুপারের সঙ্গে দেখা করেন। প্রত্যেকের চিকিৎসার ভার নিয়েছে রাজ্য সরকার।
এদিন পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ হয়ে করা শাস্তি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি এই ঘটনায় তৃণমূল নেতা আনারুল হোসেনকে গ্রেফতারের নির্দেশ দেন তিনি।
শেষ খবর পাওয়া পর্যন্ত তারাপীঠ থেকে গ্রেফতার করা হয়েছে তৃণমূল নেতা আনারুল হোসেনকে।