|
---|
নতুন গতি ডিজিটাল ডেস্ক: খান আরশাদ,রাজনগর: ১১ দফা দাবি নিয়ে বীরভূমের রাজনগর ব্লক কংগ্রেস কমিটির পক্ষ থেকে রাজনগর বিডিওকে ডেপুটেশন দেওয়া হল। দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ করা, শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, ন্যায্য মূল্যের ধান ক্রয় কেন্দ্রের সংখ্যা বাড়ানো সহ ১১ দফা দাবি নিয়ে রাজনগরের বিডিও শুভদীপ পালিতকে কংগ্রেস নেতা কর্মীরা ডেপুটেশন দেন। উপস্থিত ছিলেন রাজনগর ব্লক কংগ্রেস কমিটির সভাপতি বুদ্ধদেব দাস, বীরভূম জেলা কংগ্রেস কমিটির সহ-সম্পাদক অমর মালি, রাজনগর অঞ্চল কংগ্রেস সভাপতি বিবেক বাউরী, যুব সভাপতি সেখ সরিদ, সেখ সালিম সহ অন্যান্যরা। কংগ্রেস ব্লক সভাপতি বুদ্ধদেব দাস জানান রাজনগরের বিডিও তাদের দাবি গুলি গুরুত্ব সহকারে শুনেছেন এবং আশ্বাস দিয়েছেন।