|
---|
নিজস্ব সংবাদদাতা: শিলিগুড়ির অদূরে বেঙ্গল সাফারি পার্কে আজাদি কা মহোৎসব পালনের উপলক্ষে ফিশিং ক্যাট সংরক্ষণের উপর জোর দেওয়া হল।
এই দিন বেঙ্গল সাফারি পার্কে ফিশিং ক্যাট সংরক্ষণের হেতু গণস্বাক্ষর কর্মসূচি করা হয়। ফিশিং ক্যাট বর্তমানে অবলুপ্তির পথে, সেই কারণেই ফিশিং ক্যাট সংরক্ষণের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছে বেঙ্গল সাফারি পার্ক কর্তৃপক্ষ।
বর্তমানে বেঙ্গল সাফারি পার্কে মোট দুটি ফিশিং ক্যাট রয়েছে, তাদের থাকবার জন্য আলাদা খাঁচার ব্যবস্থা রয়েছে। সপ্তখানেকের মধ্যে আরো ফিশিং ক্যাট আনা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট পার্ক কর্তৃপক্ষ।