অমিত শাহের বাংলা সফরের পর আরো ক্ষোভ সৃষ্টি হয়েছে বঙ্গ বিজেপির অন্দরে

দেবজিৎ মুখার্জি: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাংলা সফরের পর আরো ক্ষোভ সৃষ্টি হয়েছে বঙ্গ বিজেপির অন্দরেই। শাহের সফরে বলার সুযোগ না পাওয়ায় ও নবীন নেতাদের বেশি গুরুত্ব দেওয়ায়, রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্বের ভূমিকা নিয়ে ক্ষোভ প্ৰকাশ করেছেন অর্জুন সিং ও সৌমিত্র খাঁর মতো প্রবীণ নেতারা। জানা গিয়েছে, আশাহত বেশ কিছু বিজেপি সাংসদ থেকে বিধায়ক, এমনকী দলের নেতারাও বিকল্প ভাবনা শুরু করে দিয়েছেন।

    এদিকে শাহের সৌরভ গঙ্গোপাধ্যায় বাড়ি যাওয়ায় তীব্র নিন্দা করেছেন গেরুয়া শিবিরের সাংসদ। তিনি বলেন “যা হয়েছে তা অত্যন্ত লজ্জার। আমাদের তো লোকের সামনে মুখ দেখাতে হয়। দলের কর্মীদের সঙ্গে কথা বলতে হয়। তারা কী দেখল, অমিত শাহজিকে নিমন্ত্রণ করা হয়েছিল, তিনি সৌরভের বাড়িতে গিয়েছিলেন, এতটা পর্যন্ত ঠিক ছিল। কিন্তু রাজ্যের নেতারা দলীয় সদস্যের খুন হওয়ার দিনে কবজি ডুবিয়ে নৈশাহার করছেন। সেই ছবি দেখে দলের কর্মীদের মনে কী প্রভাব পড়বে সেটা একবার তাঁরা ভাবলেন না। এমন নেতৃত্ব থাকলে দলের বাড়বাড়ন্ত কীভাবে সম্ভব সেই প্রশ্ন তো সবার মনে উঠেই গিয়েছে।”

    এদিকে, বাংলায় যে বিজেপির আর কিছুই অবশিষ্ট নেই, তার জন্য ‘শূন্য থেকে শুরু করতে হবে’ বলে পরামর্শ দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।