কালনায় বিজেপির দুই গোষ্ঠীর গন্ডগোল

দেবজিৎ মুখার্জি, পূর্ব বর্ধমান: তুমুল অশান্ত কালনা। বিজেপির পদযাত্রায় দুই গোষ্ঠীর মধ্যে গন্ডগোল। আহত দু’জন। জানা গিয়েছে, বিজেপির কাটোয়া সংগঠনিক জেলা সভাপতি গোপাল চট্টোপাধ্যায়ের গোষ্ঠী ও তাঁর বিরোধী গোষ্ঠীদের মধ্যে হাতাহাতি শুরু হয়। একে অপরকে লাঠি সোটা দিয়ে মারতে শুরু করে মিছিলে। এই ঘটনায় দুপক্ষের দুজন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে কালনার নিভুজি মোড়ে। জেলা সভাপতির বিরুদ্ধ গোষ্ঠী গোপাল চট্টোপাধ্যায়ের কুশপুতুল পোড়াতে গেলে শুরু হয় বচসা। আর সেই নিয়েই হাতাহাতি দু’পক্ষের।

    বিশ্বজিৎ মণ্ডল, নির্বাচিত পঞ্চায়েত সদস্য বলেন,”আমরা বহু লড়াই করে এই পঞ্চায়েতের সদস্য। অথচ আমাদেরই এই মিছিলে আমন্ত্রণ করেনি। গৌর মণ্ডল, গোপাল চট্টোপাধ্যায় ওরা এখন তৃণমূল হয়ে গিয়েছে। গৌর মণ্ডল তো পাক্কা তৃণমূল। সারাদিন বিজেপি করে রাত্রিবেলা তৃণমূল করে। তাই ওরা বিজেমূল হয়ে গিয়েছে। আমাদের বুথ সভাপতিকে মারধর করেছে।”

    জেলা সভাপতি গোপাল চট্টোপাধ্যায় (বিজেপি নেতা) বলেন, “আমাদের কেন্দ্রের প্রকল্প বাংলায় ঠিক মতো রূপায়িত হচ্ছে না। উপভোক্তারা সঠিক পরিষেবা পাচ্ছে না। এখানে বিক্ষোভ দেখিয়ে লাভ নেই। যাঁরা বিজেপি-র রাজ্য সভাপতিকে গালিগালাজ করছে তাঁরা বিজেপি হতে পারেন না।”