|
---|
জয়দীপ মৈত্র, দক্ষিণ দিনাজপুর: মধুচক্রের আসর থেকে দুই যুবতী সহ এক যুবককে গ্রেফতার করলো পুলিশ। সোমবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার ফুলবাড়ী এলাকায়। সোমবার ধৃতদের গঙ্গারামপুর মহকুমা আদালতে পাঠিয়ে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে গঙ্গারামপুর থানার পুলিশ।
জানা গেছে, রবিবার রাতে গোপন সূত্রের খবরের ভিত্তিতে ফুলবাড়ি এলাকায় মধুচক্রের আসরের হানা দেয় ফুলবাড়ি ফাঁড়ির পুলিশ। মধুচক্রের আসর থেকে মুর্শিদাবাদ এলাকার দুই যুবতী সহ এক যুবককে আটক করেন পুলিশ। যার পরে তাদের নিয়ে আসা হয় গঙ্গারামপুর থানায়। সোমবার সকালে গঙ্গারামপুর থানার পুলিশ ধৃত ২ যুবতিসহ এক যুবককে গঙ্গারামপুর মহকুমা আদালতে পাঠিয়ে পুরো ঘটনা তদন্ত শুরু করেছে গঙ্গারামপুর থানার পুলিশ। পুরো ঘটনাকে কেন্দ্র করে দক্ষিণ দিনাজপুর জেলার ফুলবাড়ী এলাকা সহ গঙ্গারামপুরে ব্যাপক চাঞ্চলের সৃষ্টি হয়েছে।