|
---|
বাবলু হাসান লস্কর, দক্ষিণ ২৪ পরগনা: জয়নগরের দোলুয়াখাকিতে রাজনৈতিক প্রতিহিংসায় একাধিক বাড়ি আগুন ধরিয়ে পোড়ানো হয়।সেই সমস্ত পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে দেয়া হলো না অম্বিকেশ মহাপাত্র সহ বিদ্বজনেদের।
তৃণমূল কংগ্রেসের বামুনগাছি অঞ্চল সভাপতি তথা পঞ্চায়েত সদস্য ও প্রধানের স্বামী সৈফুউদ্দিন লস্কর দুষ্কৃতিরা গুলি করে মেরে ফেলে আর তার জেরে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা সিপিআইএম সহ একাধিক সমর্থকদের কুড়িটি বাড়ি আগুনে পুড়িয়ে দেয়। আর এই মুহূর্তে ঐ সমস্ত পরিবার খোলা আকাশের নিচে দিন যাপন করছে। বিশেষ করে জেলা পুলিশের পক্ষ থেকে তাদের সামান্য সাহায্য করলেও এই মুহূর্তে তারা খুবই সমস্যায় দিন অতিবাহিত করছে। একাধিক বাড়ি আগুনে পুড়িয়ে দেয় তৃণমূল কংগ্রেসের সমর্থকরা। আর সেই সমস্ত ক্ষতিগ্রস্ত পরিবারদের সঙ্গে দেখা করতে দেওয়া হলো না দলুয়াখাকিতে যাওয়ার পথে আটকে দেওয়া হল অম্বিকেশ মহাপাত্র সহ কয়েকজনকে। সোমবার সংগঠনের তরফে অম্বিকেশ সহ সাত জনের একটি প্রতিনিধি দল গ্রামে ঢোকার চেষ্টা করে। তবে মনসাতলার কাছে পুলিশ তাদের আটকে দেয়। পুলিশ জানিয়েছে, বহিরাগত কাউকেই এখন গ্রামে ঢুকতে দেওয়া হচ্ছে না।