|
---|
নিজস্ব সংবাদদাতা :শিলিগুড়ি পুরো নিগমের তরফ থেকে আজ শিলিগুড়ি ২৮ নম্বর ওয়ার্ডে প্রতীকী পাট্টা বিতরণ কর্মসূচি করা হলো। শিলিগুড়ি পুরো নিগমের মেয়র গৌতম দেব গত বাজেট অধিবেশনে জানিয়েছিলেন যারা দীর্ঘদিন ধরে ভেস্ট জমিতে বসবাস করছেন ,রেলের জমিতে বসবাস করছেন তাদের পাট্টা না থাকার কারণে বিভিন্ন অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। সেই কারণে শিলিগুড়ি পুরো নিগমের তরফ থেকে উক্ত মানুষদের জমির প্রতীকী পাট্টা বিতরণ করা হবে। সেই কথা মতো আজ এই প্রতীকী পাট্টা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হলো। উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুরো নিগমের মেয়র গৌতম দেব সহ আরো বিশিষ্ট ব্যক্তিবর্গ। যারা আজ জমির পাট্টা পেলেন তারা এখন থেকে শিলিগুড়ি পুরো কর্পোরেশনের দেওয়া সুবিধাগুলি পাবেন। এছাড়া যারা ২৮ নম্বর ওয়ার্ডের এই পাট্টা গ্রহণ করার ক্ষেত্রে উপস্থিত হতে পারেননি তাদের জন্য একটি নির্ধারিত দিন ঠিক করে পাট্টা দেওয়া হবে বলে জানানো হয়।