|
---|
নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রাম: ঝাড়গ্রাম জেলা বিদ্যালয় পরিদর্শক দপ্তরের উদ্যোগে বৃহস্পতিবার ঝাড়গ্রাম শহরের কুমুদকুমারী ইনস্টিটিউশানে অনুষ্ঠিত হলো যুব সংসদ প্রতিযোগিতা বিষয়ক জেলা পর্যায়ের একদিনের কর্মশালা। উপস্থিতি ছিলেন ঝাড়গ্রাম জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ শান্তি মুর্মু টুডু,জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সভাপতি জয়দীপ হোতা, জেলা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক) শক্তিভূষণ গঙ্গোপাধ্যায়।ঝাড়গ্রাম রাজ কলেজের অধ্যক্ষ দেবনারায়ণ রায়,কুমুদকুমারী ইনস্টিটিউটের প্রধান শিক্ষক বিশ্বজিৎ সেনগুপ্ত প্রমুখ।
প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন কাপগাড়ী সেবাভারতী মহাবিদ্যালয়ের অধ্যাপক ড: প্রণব কুমার সাহু ও মহতাপনগর সারদা বিদ্যায়তনের শিক্ষক মাননীয় ড: দিলীপ কুমার বেরা । কর্মশালা সঞ্চালনা করেন সহকারী বিদ্যালয় পরিদর্শক কৌস্তভ বন্দ্যোপাধ্যায়।