|
---|
দার্জিলিং: প্রচণ্ড ঠাণ্ডায় কাপছে দার্জিলিং।আজ সকালে দার্জিলিং এর তাপমাত্রা -3 ডিগ্রীতে নেমে যায়।শীতে কাপছে গোটা শৈলশহর।ঘুমের তাপমাত্রা আজ সকালে নেমে যায় মাইনাস তিনেরও নীচে।গতকাল সন্ধ্যা থেকেই প্রচণ্ড তুষাড়পাত হতে থাকে দার্জিলিং এ।খুলে যাওয়ায় বেশী না হলেও বেশ কিছু পর্যটক এদিন পাহাড়ের এই অসাধারণ দৃশ্য উপভোগ করলেন।এদিন দার্জিলিং এর রাস্তায় বরফে ঢাকা পড়ে যাওয়ায় যানবাহন ব্যাবস্থা বিপর্যসত হয়ে পড়ে।দুর থেকে আসা বহু পর্যটক নীচে নামবার পরিকল্পনা করলেও আবার আটকে পড়েন বরফে রাস্তা আটকে যাবার কারনে।গোটা দার্জিলিং শহরেই এদিন ঠান্ডার কারনে মানুষ একেবারেই বাইরে বের হন নি,এবারে দার্জিলিং এর ইষ্কুলগুলিতেও সরস্বতী পূজো হবার খবর পাওয়া গেছে।তবে প্রচণ্ড তুষারপাতের কারনে দার্জিলিং এর বাজারেও সেভাবে পূজোর জন্য লোকের দেখা পাওয়া যায় নি।
পাহাড়ে তুষাড়পাতের প্রভাব এবার পড়েছে সমতলেও,আজ সকাল থেকেই শিলিগুড়ি এবং জলপাইগুড়িতে বৃষ্টি আরম্ভ হয় মাঝারি আকারে।ঠান্ডায় একেবারেই রাস্তায় লোকের দেখা পাওয়া যায় নি শিলিগুড়িতেও।জলপাইগুড়িতেও ঠিক একই আবহওয়া হওয়ায় রাস্তায় মানুষ ছিলো একেবারেই কম।সবমিলিয়ে উত্তরবঙ্গ জুড়ে ব্যাপক বৃষ্টির খবর পাওয়া গেছে আজ সকাল থেকেই।