|
---|
শিলিগুড়ি: আজ ছিল মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন।আর এই শেষ দিনে তৃণমূল কংগ্রেসের জন্য ছিল এক বিশাল চমক।আজ নিজের মনোনয়ন পত্র প্রত্যাহার করে নিলেন নিখিল সাহানী শিলিগুড়ির আঠেরো নং ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলার।দল তাকে টিকিট দেয় নি।আর সেই কারনেই নির্দল হিসাবে দাড়াতে চেয়ে মনোনয়ন পত্র জমা দিয়েছিলেন।আজ সেই মনোনয়ন পত্র তিনি প্রত্যাহার করে নিলেন।সাথে ছিলেন গৌতম দেব।
এদিন নিখিল সাহানী জানালেন সেদিন যখন নিজের নাম দেখতে পাই নি,খুব খারাপ লেগেছিলো তাই নির্দল হিসাবে দাড়াতে চেয়ে মনোনয়ন পত্র জমা দিয়েছিলাম।সেদিনও দিদির কথা ভেবেই মন খুব খারাপ ছিলো।তাই আজ মনোনয়ন পত্র প্রত্যাহার করে নিজেকে অনেকটাই চাপমুক্ত করলাম।এদিন গৌতম দেব জানান সাংবাদিকদের নিখিল নিজের ভুলটা বুঝতে পেরেছে তাই আজ এসে মনোনয়ন পত্র প্রত্যাহার করে গেলাম।এখন আমি দলের হয়ে কাজ করতে চাই।যদি দল আমাকে চায়।আমি তৃণমূলে ছিলাম তৃণমূলেই আছি এবং তৃণমূলেই থাকবো জানালেন নিখিল সাহানী।