|
---|
আজিজুর রহমান,গলসি : ফুটবল খেলাকে কেন্দ্র করে গত রাতে তৃণমূলের গোষ্ঠী কোন্দলে উত্তপ্ত গলসি ১ নং ব্লকের পারাজ গ্রাম। ঘটনায় ভাংচুর করা হয় দুটি চালাঘর ও বেশ কয়েকটি গাড়ি। ঘটনা ঘিরে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে এলাকায়। রাতেই ঘটনাস্থলে গলসি থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। জানা গেছে, গত কাল গলসির রকোনা গ্রামে ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ফুটবল খেলা ছিল। সেখানে এলাকার পারাজ অঞ্চল একাদশ ও উচ্চগ্রাম একাদশ মুখোমুখি হয়। পারাজ অঞ্চল চার গোলে জয়লাভ করে। জয়লাভের পর সন্ধে নাগাদ বিজয়ী ট্রফি নিয়ে পারাজে ফিরলে দুটি গোষ্ঠীর লোকজনের মধ্যে অশান্তি শুরু হয়। এরপরই দুটি গোষ্ঠীর চারটি বাইক ভাংচুর করা হয়। এর পাশাপাশি দুটি বাড়িতে ভাঙচুর করা হয় বলে অভিযোগ। ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। ঘটনায় বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। এদিকে এমন ঘটনায় মুখে কুলুপ এঁটেছে ব্লক তৃণমূল নেতৃত্ব।