আবারো বাঘের আক্রমণে নিহত গোসাবা লাহিড়ি পুরের বাসিন্দা

বাবলু হাসান লস্কর, দক্ষিণ চব্বিশ পরগনা : গতকাল দুপুর ১২ টার সময় নিখিল মণ্ডল, বয়স ৫০, পিতা সতীশ মণ্ডল, গ্রাম – ১০ নম্বর লাহিড়ীপুর পূর্ব পাড়া, পোস্ট – লাহিড়ীপুর, থানা – সুন্দরবন কোস্টাল জেলা – দ: ২৪ পরগণার অন্তর্গত গোসাবা ব্লকের লাহিড়ীপুর অঞ্চলের বাসিন্দা। তিন সঙ্গী অনিমেষ মণ্ডল ও ননীগোপাল মণ্ডলকে নিয়ে কাঁকড়া ধরতে গিয়েছিল মরিচ ঝাঁপি জঙ্গল এলাকায়, হঠাৎ করে রয়্যাল বেঙ্গল টাইগার নিখিল মণ্ডল এর ওপর ঝাঁপিয়ে পড়ে। সাথে থাকা তাঁর দুই সঙ্গীর আপ্রাণ চেষ্টায় কোনো রকমে নিখিল মণ্ডল কে ফিরিয়ে নৌকায় করে বাড়ি নিয়ে আসতে , পথে মৃত্যু হয় তার। তাঁর স্ত্রীর নাম চঞ্চলা মণ্ডল বয়স ৪২ এক পুত্র সন্তান জগন্নাথ মণ্ডল যার বয়স ১২ বছর সপ্তম শ্রেণীতে পড়ে ও এক কন্যা সন্তান শিবানী মণ্ডল বয়স ১৭নবম শ্রেণীতে পড়াশুনা করে।

    ৫০ দিনে ৯ জন মৎস্যজীবী বাঘের আক্রমণে আক্রান্ত হলো, মৃত্যু ৬ জনের। গাঙ্গেয় সুন্দরবন এলাকায় মৃত্যু মিছিল বেড়ে চলেছে। মানবাধিকার সংগঠন এপিডিআর তারা বারংবার সরকারের কাছে দাবি জানাচ্ছেন বাঘের আক্রমণে আহত ও নিহত ব্যক্তিদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য। বিগত দুই বছর যাবত সরকার বাহাদুর তাদের এই বাক্যে কর্ণপাত করছে না। মৎস্যজীবীদের জীবন-জীবিকা মানোন্নয়নের কথা বিবেচনা সাথে মৃত্যুর পরে পরিবারের শান্তি ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা না করায় ক্ষোভে ফুঁসছে গাঙ্গেয় সুন্দরবন এলাকার মৎস্যজীবী পরিবারের সদস্যরা।