|
---|
নাজিবুল্লাহ রহমানি, বসিরহাট। বেশ কয়েকদিন আগে কলকাতা নজরুল মঞ্চে এক নজিরবিহীন সাংবাদিক বৈঠকে ‘দিদিকে বলো’ কর্মসূচির সূচনা করেন তৃণমূলনেত্রী। জানান, এই পদ্ধতিতে ফোন ও ওয়েবসাইটের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সরাসরি পরামর্শ বা সমস্যা জানাতে পারবেন সাধারণ মানুষ। জারি হয় নম্বরও। জানানো হয়, ৯১৩৭০৯১৩৭০ নম্বরে ফোন করলেই তৃণমূলনেত্রীকে জানানো যাবে অভিযোগ। দিদির বার্তা পেয়েই আসরে নেমে পড়েছেন রাজ্যের একাধিক বিধায়ক থেকে শুরু করে তৃণমূল নেতৃত্ব। সোমবার হাড়োয়া বিধানসভার বিধায়ক হাজী শেখ নুরুল ইসলাম হাড়োয়া খাস বালান্দা গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে সাধারণ মানুষের অভাব অভিযোগের কথা শোনেন। প্রান্তিক চাষী থেকে শুরু করে খেটে খাওয়া সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে মনের কথা শোনেন বিধায়ক। সেই সঙ্গে রাজ্য সরকারের কন্যাশ্রী, রূপশ্রী, সবুজ সাথী,সহ একাধিক জনমুখী প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরেন সাধারণ মানুষের কাছে। বিধায়ক হাজী শেখ নুরুল ইসলাম কে কাছে পেয়ে সাধারণ মানুষ নিজেদের অভাব অভিযোগ এবং চাহিদার কথা শোনান। বিধায়ক প্রতিটি বিষয়ে দ্রুত সমাধানের আশ্বাস দেন। খাস বালান্ডা দাস পাড়ার এক মহিলার বক্তব্য মমতা ব্যানার্জীর উন্নয়নের প্রকল্পের কিছু না কিছু এই গ্রামের প্রতিটি মানুষ আমরা পেয়েছি আজ বিধায়ক সাহেবকে আমাদের কাছে পেয়েছি উন্নয়ন আরোও বেশি যাতে করে হয় তার জন্য আমরা বিধায়ককে বলেছি বিধায়ক সাহেব আমাদের কথা শুনেছেন এবং দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন